• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দৌলতদিয়ার ঘাটে ৩ কিলোমিটার এলাকায় যানজট

রাজবাড়ী প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান আন্দোলনের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। এর সঙ্গে নদীতে প্রবল স্রোত এবং ঘাট সংকটের কারণে ফেরি পারাপারে বিলম্ব হচ্ছে। ফলে মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, জিরো পয়েন্ট থেকে মহাসড়ক পর্যন্ত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও প্রাইভেটকার। নদীতে প্রবল স্রোতের কারণে ফেরিগুলোকে পার হতে দ্বিগুণ সময় লাগছে। দীর্ঘ অপেক্ষায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু ও বয়স্ক যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন,“ফরিদপুরে চলমান আন্দোলনের কারণে ঘাট এলাকায় যানবাহনের সারি বেড়েছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে একটি মাত্র ফেরিঘাট সচল রয়েছে। অন্য ঘাটগুলো সচল করতে কাজ চলছে। এ নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলে ১০টি ফেরি চলাচল করছে, এগুলো দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।”

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম