• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

ব্রাহ্মণবাড়িয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর বানানো উড়োজাহাজে চমক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রিমোট কন্ট্রোল উড়োজাহাজ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে দশম শ্রেণির শিক্ষার্থী সাকিব হাসান। মাত্র ১৬ বছর বয়সেই দুটি উড়োজাহাজ তৈরি করে সে আলোচনায় উঠে এসেছে।

সাকিব বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের কানাইনগর গ্রামের প্রবাসী মো. ইছাক মিয়ার ছোট ছেলে। মরিচাকান্দি ডি.টি একাডেমীর মানবিক বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী হলেও প্রযুক্তির প্রতি তার গভীর আগ্রহ রয়েছে। ছোটবেলা থেকেই উড়োজাহাজ বানানোর স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন পূরণেই এবার বানিয়ে ফেলেছে দুটি ভিন্ন আকৃতির উড়োজাহাজ।

এর মধ্যে একটি ছোট, নাম দেওয়া হয়েছে ‘বুষ্ট এয়ারক্রাফট’। এর ওজন ৩০০ গ্রাম, দৈর্ঘ্য ২৮ ইঞ্চি এবং ডানার প্রসার ৩০ ইঞ্চি। অন্যটি বড়, নাম দেওয়া হয়েছে ‘বোয়িং ৭৮৭’। এর দৈর্ঘ্য প্রায় ৫ ফুট, ওজন ৭০০ গ্রাম। দুটি উড়োজাহাজেই ব্যবহার করা হয়েছে ব্রাশলেস ডিসি মোটর, সার্ভো মোটর, প্রপেলর, ব্যাটারি ও রিমোট কন্ট্রোলসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ।

মোটর নিয়ন্ত্রণের জন্য এতে সংযোজন করা হয়েছে চারটি ইলেকট্রিক সার্ভো মোটর এবং সিক্স চ্যানেলের একটি রিমোট। উড়োজাহাজ তৈরিতে ককশিট/ফোমসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করেছেন সাকিব। খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা।

পরীক্ষামূলক উড্ডয়নে উড়োজাহাজ দুটি প্রায় ১০০ মিটার উচ্চতায় টানা ২০ মিনিট আকাশে উড়তে সক্ষম হয়েছে। পাশাপাশি ২ কিলোমিটার দূরত্ব পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। উন্নত প্রযুক্তি সংযোজন করলে রেঞ্জ আরও বাড়ানো যাবে বলে জানিয়েছেন সাকিব।

সাকিবের মা ছেনোয়ারা বেগম বলেন, “ছোটবেলা থেকেই সৃজনশীল কাজে সাকিবের আগ্রহ ছিল। উড়োজাহাজ বানানো তার অনেক দিনের স্বপ্ন। অর্থাভাবের কারণে আগে সম্ভব হয়নি। অবশেষে তার বাবার দেওয়া টাকায় প্লেন বানাতে পেরেছে। এটি আমাদের জন্য অনেক গর্বের।”

প্রধান শিক্ষক মন্জুর আহমেদ বলেন, “সাকিব অত্যন্ত মেধাবী ছাত্র। তার এই সাফল্য শুধু বিদ্যালয়ের নয়, পুরো এলাকার গৌরব। সরকারের উচিত তার প্রতিভাকে কাজে লাগাতে পৃষ্ঠপোষকতা দেওয়া।”

উড়োজাহাজ বানানোর পর থেকে প্রতিদিন সাকিবকে এবং তার তৈরি উড়োজাহাজ দেখতে ভিড় করছে শত শত মানুষ। এ কিশোরের এমন উদ্ভাবনী ক্ষমতা স্থানীয়দেরও অভিভূত করেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
তুহিনকে আহবায়ক করে এ্যাব‍‍`র আহবায়ক ও-উপদেষ্টা কমিটি ঘোষণা
তুহিনকে আহবায়ক করে এ্যাব‍‍`র আহবায়ক ও-উপদেষ্টা কমিটি ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়ায় বার্ষিক পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় বার্ষিক পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক সভা অনুষ্ঠিত