• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাশিয়ায় বিশ্ব যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রুমি

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ পি.এম.
রাশেদুল হক রুমি। ছবি: ভিওডি বাংলা

রাশিয়ায় বিশ্ব যুব উৎসব (World Youth Festival - WYF) ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাশেদুল হক রুমি। তিনি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার গর্ব তরুণ আইটি উদ্যোক্তা ও ডায়ানা হোস্ট লিমিটেডের (Diana Host Ltd.) প্রধান পরিচালন কর্মকর্তা (COO)। এ বছর তিনি তথ্যপ্রযুক্তি (আইটি) ক্যাটেগরিতে নির্বাচিত হয়েছেন, যা দেশের প্রযুক্তি খাত এবং ডায়ানা হোস্ট লিমিটেডের জন্য একটি গৌরবময় অর্জন।

আগামী ১৭ থেকে ২১ সেপ্টেম্বর রাশিয়ার নিঝনি নভগোরোদ শহরে অনুষ্ঠিত হবে এই মহাযুব উৎসব, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ উদ্ভাবক, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও নেতৃবৃন্দ একত্রিত হয়ে তথ্যপ্রযুক্তি, শিক্ষা, বিজ্ঞান, ক্রীড়া, সংস্কৃতি, উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রম নিয়ে মতবিনিময় করবেন।

রাশেদুল হক রুমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছেন এবং ডায়ানা হোস্টের নেতৃত্বে থেকে তিনি BD Courier, Fraud Blocker, OrderPulse সহ একাধিক আন্তর্জাতিক মানের ডিজিটাল প্রোডাক্ট তৈরি করেছেন, যা স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা সহজ ও দ্রুত করতে সহায়তা করছে। বিশ্বমঞ্চে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের তরুণরা বিশ্বমানের কাজ করতে পারে — সেটি প্রমাণ করাই আমার লক্ষ্য। আমি চাই, আমাদের দেশের আইটি খাতের সম্ভাবনা যেন বৈশ্বিক অঙ্গনে আরও দৃশ্যমান হয়।”

রুমির এই অর্জনে কালুখালীসহ রাজবাড়ী জেলার তরুণ সমাজ এবং ডায়ানা হোস্ট টিম গর্ব প্রকাশ করেছে। তাঁদের মতে, এই সাফল্য নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখার এবং তথ্যপ্রযুক্তি খাতে নিজেকে গড়ে তোলার অনুপ্রেরণা জোগাবে। ডায়ানা হোস্ট লিমিটেড ইতিমধ্যেই BDIX কানেক্টিভিটি, লোকাল ডেটাসেন্টার অবকাঠামো এবং আন্তর্জাতিক মানের প্রযুক্তি সাপোর্টের মাধ্যমে হাজারো ব্যবসা ও স্টার্টআপকে অনলাইন যাত্রায় সফল হতে সহায়তা করে আসছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারিয়াকান্দিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সারিয়াকান্দিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঝিনাইগাতীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঝিনাইগাতীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন
কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন