তুহিনকে আহবায়ক করে এ্যাব`র আহবায়ক ও-উপদেষ্টা কমিটি ঘোষণা


ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর নতুন ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়েছে। নীলফামারী ০১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে আহ্বায়ক করে এই কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৩৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলীর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী এ এন এইচ আক্তার হোসেন। উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রকৌশলী মনজুরুল এহসান, প্রকৌশলী গোলাম মোস্তফা, প্রকৌশলী শহিদুজ্জামান এবং প্রকৌশলী ফজলুল আজিমসহ আরও ৩১ জন।
৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নীলফামারীর কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, প্রকৌশলী খান মনজুর মোর্শেদ, প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম, প্রকৌশলী আবুল কাশেম মিয়াসহ আরও ৪৬ জন।
ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য আবুল কাশেম মিয়া, নিয়াজ উদ্দিন ভূঁইয়া, শামিম রাব্বী সঞ্চয়, সাব্বির আহমেদ ওসমানী, শাফিউল আজম ফাহিম ও আব্দুল্লাহ আল মামুন এই কমিটির দাপ্তরিক দায়িত্ব পালন করবেন।
প্রকৌশলী শাইরিন ইসলাম চৌধুরী তুহিনকে আহবায়ক করায় নীলফামারী জেলার জনসাধারণ ও নীলফামারী জেলা ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্নভাবে সোশাল মিডিয়ায় অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
ভিওডি বাংলা/ এমএইচ