টপ নিউজ
সারিয়াকান্দি ডিগ্রী পরীক্ষার ইংরেজি খাতা হারানোর দেড় ঘন্টা পরে উদ্ধার
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ পি.এম.


ছবি: সংগৃহীত
সারিয়াকান্দি ডিগ্রী কলেজ কেন্দ্রের ডিগ্রী ইংরেজি পরীক্ষায় খাতা হারানোর ঘটনা ঘটে। কলেজের ৫১ নং হলে অনুষ্ঠিত পরীক্ষায় ৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে হল গার্ড ছাবিনা ইয়াসমিন ও কল্পনা রানী মোট ৪৫টি খাতা জমা নেন।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ আনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অধ্যাপক ছাদেক আজিজ লাবলুর প্রচেষ্টায় হারানো খাতাটি উদ্ধার হয়।
তিনি আরও জানান, ছাইহাটা ডিগ্রী কলেজের ৬ জন শিক্ষার্থী এ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন। তাদের মধ্যে একজন পরীক্ষার্থী এই ঘটনার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ভিওডি বাংলা/ এমএইচ