• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

অবৈধ ভর্তি ও কারচুপির অভিযোগে বিতর্কে রাব্বানীর ডাকসু নির্বাচন

ঢাবি প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ পি.এম.
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন না হওয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি সাময়িকভাবে বাতিল করেছে সিন্ডিকেট। বৈধ ছাত্রত্ব না থাকায় ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তার প্রার্থিতাও অবৈধ ছিল বলে তদন্ত কমিটি জানিয়েছে।

সিন্ডিকেটের সর্বশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ।

এর আগে ডাকসু জিএস পদপ্রার্থী রাশেদ খান ও ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সানাউল্লাহ হক অভিযোগ করেন, অবৈধভাবে ভর্তি হয়ে ছাত্রলীগের কিছু সদস্য ডাকসু নির্বাচনে অংশ নিয়েছিলেন। একই সঙ্গে তারা ডাকসুর সদস্যপদ বাতিল ও ২০১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে সংঘটিত হামলার বিচার দাবি করেন।

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট কারচুপি, ভোটকেন্দ্র দখল, ব্যালট জালিয়াতি, অনাবাসিক শিক্ষার্থীদের ভোটে বাধা এবং অবৈধ ভর্তি প্রার্থীদের অংশগ্রহণসহ নানা অনিয়ম ঘটেছিল।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্রিমিনোলজি বিভাগের গোলাম রাব্বানী, মেহজাবিন হক ও ফাহমিদা তাসনিম অনির এমফিল ভর্তি অবৈধভাবে জালিয়াতির মাধ্যমে সম্পন্ন হয়েছে। সুতরাং তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে। বৈধ ছাত্রত্ব না থাকায় গোলাম রাব্বানীর জিএস নির্বাচিত হওয়াও অবৈধ ঘোষণা করার সুপারিশ করা হয়েছে।

সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে, তিনজনের এমফিল ভর্তি সাময়িকভাবে বাতিল থাকবে এবং বিষয়টি একাডেমিক কাউন্সিলে উপস্থাপন করা হবে।

এ বিষয়ে রাশেদ খান বলেন, “গোলাম রাব্বানী শিক্ষার্থীদের ভোটে জিএস নির্বাচিত হননি, তৎকালীন প্রশাসন ফলাফল ছিনতাই করে তাকে ঘোষণা করে। বিশ্ববিদ্যালয় অবশেষে স্বীকার করেছে তার প্রার্থিতা ও নির্বাচন অবৈধ ছিল।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমরা কারসাজির ‘ক’ও বুঝি না: রাবি উপাচার্য
আমরা কারসাজির ‘ক’ও বুঝি না: রাবি উপাচার্য
ঢাবিতে দোকানদারকে জরিমানা করল ভিপি
ঢাবিতে দোকানদারকে জরিমানা করল ভিপি
ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক
ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক