• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ, পালাচ্ছে ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ এ.এম.
ছবি: সংগৃহীত

গাজায় নতুন করে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। টানা বোমাবর্ষণে ঘরবাড়ি ছেড়ে হাজারো ফিলিস্তিনি নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছেন। অনেকের আশঙ্কা, হয়তো আর কোনোদিনও তারা নিজ ঘরে ফিরতে পারবেন না। জাতিসংঘ মহাসচিব এ ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। খবর—আল জাজিরা।

উপকূলীয় আল রশিদ সড়ক ধরে ফিলিস্তিনিরা যখন শেষ সম্বল নিয়ে পালিয়ে যাচ্ছিলেন, তখন পেছনে শহরজুড়ে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এক্সে দেওয়া পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ লিখেছেন-“গাজা জ্বলছে।”

প্রথমে দখলদারিত্বের মধ্যেও অনেক ফিলিস্তিনি নিজ ভূখণ্ডে থেকে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু উঁচু ভবন, আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনায় নির্বিচারে হামলার মুখে বাধ্য হয়ে তারা আশ্রয়ের খোঁজে বের হচ্ছেন। তবে গাজায় কোনো নিরাপদ স্থানই এখন অবশিষ্ট নেই।

মঙ্গলবারের হামলায় অন্তত ৯১ জন নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় সড়ক ধরে পালিয়ে যাওয়া একটি গাড়িতে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। শহরের অন্তত ১৭টি আবাসিক ভবন ধ্বংস হয়েছে। এর মধ্যে পূর্ব তুফাহ এলাকায় অবস্থিত ঐতিহাসিক আইবাকি মসজিদও রয়েছে, যা যুদ্ধবিমান থেকে হামলা চালিয়ে ধ্বংস করা হয়।

ইসরায়েল সেনারা উত্তর, দক্ষিণ ও পূর্ব গাজায় বৃষ্টি মতো বোমা বর্ষণ করছে। বিশেষ করে বিস্ফোরক রোবট ব্যবহার করে হামলা চালানো হচ্ছে। ইউরোপীয় ও মধ্যপ্রাচ্য বিষয়ক একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, চলতি মাসেই অন্তত ১৫টি বিস্ফোরক রোবট ব্যবহার করা হয়েছে, যাতে প্রায় ২০টি বাড়ি ধ্বংস হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ