ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে মাদকদ্রব্য আটক


সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি), কুমিল্লা সেক্টরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, অদ্য ১৭ সেপ্টেম্বর রাতে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এসময় ভারতীয় উন্নতমানের ৩,১৭২ পিস সানগ্লাস এবং ২,২০০ পিস বাজি আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৪০ লাখ ২৬ হাজার ৪০০ টাকা। এগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এছাড়াও এর একদিন আগে, অর্থাৎ গত ১৬ সেপ্টেম্বর সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৭৮ কেজি গাঁজা, ১৩৩ বোতল ইস্কফ এবং ৫৮ বোতল বিদেশী মদ আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৩ হাজার ২০০ টাকা।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে কোনো ধরণের অবৈধ চোরাচালানী পণ্য বা মাদক বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য তারা সর্বদা সজাগ রয়েছে। চোরাচালান ও মাদক প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
ভিওডি বাংলা/ এমএইচ