প্রিয় খাবার খেতে চেয়ে আবেদন, অনুমতি পাননি আমু


সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর অন্যতম প্রিয় খাবার ডায়েট কোক ও স্যান্ডউইচ। এজন্য আদালতে বিশেষ খাবার খাওয়ার অনুমতি চান তার আইনজীবী। তবে পুলিশের আপত্তির কারণে বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আবেদনটি নামঞ্জুর করেন।
এদিন সকাল সাড়ে ৯টার দিকে আমুকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়। পরে যাত্রাবাড়ীতে শ্রমিক রিয়াজ হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে সিটিটিসি।
শুনানিতে আমুর আইনজীবী অসুস্থতার কারণ দেখিয়ে খাবারের অনুমতি চান। কিন্তু প্রসিকিউশন জানায়, খাবার টেস্টিংয়ের বিষয় রয়েছে। পরে আদালত আবেদন খারিজ করেন।
আইনজীবী মহসিন রেজা জানান, আমু অসুস্থ ও বয়স্ক হওয়ায় চিকিৎসক আধা ঘণ্টা পর পর খাবার খাওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগেও আদালত অনুমতি দিলেও এবার পাননি। বর্তমানে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে, এর মধ্যে ১৩টিতে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৬ নভেম্বর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ভিওডি বাংলা/ আরিফ