• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

সুইডেনে সাইবার হামলায় ১৫ লাখ মানুষের তথ্য চুরি

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশ সুইডেনের একটি আইটি সিস্টেম প্রোভাইডার সংস্থার ওয়েবসাইটে বড় ধরনের সাইবার হামলা হয়েছে। এতে অন্তত ১৫ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

হামলার শিকার প্রতিষ্ঠানটির নাম মিলিজোডেটা। গত ২৩ ও ২৪ আগস্ট এই হামলা ঘটে। প্রতিষ্ঠানটি সুইডেনের অন্যতম বৃহৎ আইটি সিস্টেম প্রোভাইডার।

এ ঘটনায় দেশটির আইন ও বিচার মন্ত্রণালয় তদন্তের নির্দেশ দিয়েছে। জানা গেছে, সুইডেনের মোট জনসংখ্যা প্রায় ১ কোটি ৬০ লাখ। এর মধ্যে প্রায় ১৫ শতাংশ মানুষের তথ্য বেহাত হয়েছে। একই সঙ্গে ১৬৪টি পৌরসভা ও সিটি করপোরেশন, চারটি প্রাদেশিক সরকার এবং একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যও খোয়া গেছে।

তদন্ত কমিটির প্রধান স্যান্ড্রা হেলগাদোত্তির বলেন, “আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ১৫ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার ঘটনায়। এখন পর্যন্ত প্রমাণ মিলেছে, হামলাটি দেশীয় হ্যাকার বা হ্যাকার গ্রুপ ঘটিয়েছে। বিদেশি হ্যাকারদের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।”

হ্যাকাররা সরকারের কাছে প্রস্তাব দিয়েছে- যদি তাদের ১ দশমিক ৫ বিটকয়েন (প্রায় ১৭ লাখ ডলার) দেওয়া হয়, তবে চুরি করা তথ্য ফাঁস বা বিক্রি করবে না। অন্যথায় আগামী সপ্তাহেই এসব তথ্য ডার্কনেটে প্রকাশ করার হুমকি দিয়েছে তারা।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে তিন শতাধিক অভিযোগ থানায় জমা পড়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

সূত্র: এএফপি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ, পালাচ্ছে ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ, পালাচ্ছে ফিলিস্তিনি
চীনের হটপট রেস্তোরাঁয় স্যুপে প্রস্রাব
চীনের হটপট রেস্তোরাঁয় স্যুপে প্রস্রাব
রুশ তেল ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করল চীন
রুশ তেল ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করল চীন