• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজারহাটে বিশেষ অভিযানে অবৈধ জাল জব্দ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাটে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ রিং জাল উদ্ধার করে আগুনে পুড়ে ধ্বংস করলো নবাগত উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ। 

মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার  চান্দামারী মৌজার চাকিরপাশা বিলে মৎস্য সংরক্ষণ আইন কার্যকর করতে ভ্রাম্যমার আদালত একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। 

অভিযানে চাকিরপশার বিলের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০টি রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়ে ধ্বংস করে। 

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ বলেন; আমাদের জলাশয়গুলোকে রক্ষা করতে এবং মাছের স্বাভাবিক বংশবৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমারখালীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কুমারখালীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু
ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু
সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া
সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া