সৈয়দপুরে যুগের আলোর ৩৪তম বর্ষপূর্তি উৎসব


রংপুর বিভাগের পাঠক নন্দিত ও জনপ্রিয় পত্রিকা দৈনিক যুগের আলো। সকল বাঁধা বিপত্তিকে পিছনে ফেলে দৈনিক যুগের আলো ১৭ সেপ্টেম্বর ৩৩তম বর্ষ পেরিয়ে ৩৪তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে সৈয়দপুরে শিরিন প্রেসে আয়োজন করা হয় কর্মসূচি। এটির আয়োজন করেন যুগের আলোর সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি মোঃ ওবায়দুল ইসলাম।
সৈয়দপুর জসিম বিল্ডিং সংলগ্ন শিরিন প্রেসে নানা আয়োজনের মধ্যদিয়ে যুগের আলোর ৩৪তম বর্ষপূর্তি উৎসবের শুভ সুচনা করা হয়। প্রথমে যুগের আলোর প্রতিষ্ঠাতা সাবেক সাংসদ,বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মরহুম রহিম উদ্দিন ভরসার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয় যুগের আলোর প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরীন ভরসার। দোয়া পরিচালনা করেন সৈয়দপুর জামে মসজিদের মোয়াজ্জেম মোঃ মনসুর আলী।
এরপর কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয় । এ সময় অতিথিদের মুখে কেক কেটে তুলে দেন প্রতিনিধি ওবায়দুল ইসলাম।
এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির পৌর ৬নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ ইয়াসিন আলী সরকার। বিশেষ অতিথি হাফেজ মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক ও ,সৈয়দপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিকরুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশন ও ভিওডি বাংলার নীলফামারী প্রতিনিধি মাইনুল হক, নীলচোখ পত্রিকার সাংবাদিক অনিক এ মন্ডল,আখতারুল ইসলাম মৃধা,ব্যবসায়ি সুজন বাবু, শাহাদাৎ হোসেন,শিরিন প্রেস পরিচালক শামিউল ইসলাম,মোকাররম হোসেন, আনোয়ার হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন যুগের আলো তার সুনাম ধরে রেখেছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে। জনপ্রিয়তা দেশ থেকে দেশের বাইরেও পৌছে দিয়েছে। এটি সম্ভব হয়েছে সম্পাদক ও প্রকাশক মমতাজ শিরীন ভরসার সততা ও দক্ষতার কারণে। যুগের আলো সমাজ,সাংস্কৃতি,শিল্প,সাহিত্য,কৃষির বিষয়ে সংবাদ পরিবেশন করে পাঠকের মনে স্থান করে নিয়েছে। আগামিতে যুগের আলো আরো পাঠক প্রিয় হয়ে উঠুক এ প্রত্যাশা করি। সাথে যুগের আলোর সফলতা কামনা করছি।
ভিওডি বাংলা/ এমএইচ