• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

রাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উত্তপ্ত প্রচারণা

রাজশাহী ব্যুরো    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে বৃষ্টির মধ্যেই প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তাদেরকে বৃষ্টির মধ্যেই বিভিন্ন জায়গায় প্রচারণা করতে দেখা যায়।

রাকসু নির্বাচনের প্রথম দিনেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, প্রচার শুরু আগে ছাত্রদল একাডেমিক ভবনে গিয়ে ভোট চেয়েছে এবং শিবির হলে ‘মুড়ি পার্টি’ ও আতর বিতরণ করেছে। তবে দুই সংগঠনের নেতারা অভিযোগ অস্বীকার করে একে অপপ্রচার বলে দাবি করেছেন।

ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী ফাহিম রেজা ছাত্রদলের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বলেন, আমরা আমরা দেখেছি আজকে তিনি ক্লাস রুমে প্রবেশ করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা দেখবো যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কিনা।

হলে মুড়ি পার্টির আয়োজন ও আতর বিতরণে প্রসেঙ্গে তিনি বলেন, দেখেন হলের শিক্ষার্থীরা নিজেরা আয়োজন করে প্রার্থীদের ডাকে তাহলে তো সেটা আচরণ বিধি লঙ্ঘন নয় বলে তিনি দাবি করেন। এছাড়াও আতর বিতরণ ছাত্র শিবিরের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের মধ্যে পড়ে এটা নতুন কিছু না। বিভিন্ন উৎসবে এগুলো নিয়মিত ভাবে সাংগঠনিক কার্যক্রম চলে আসছে।
ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ নুর উদ্দীন আবির বলেন, আচরণ বিধি যদি আমাদের দ্বারা হয় তাহলে অবশ্যই দায় স্বীকার করে নিবো। অন্তত আমরা বেহুদা যুক্তি দিবো না। ছাত্রশিবির যে অভিযোগ করেছে সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে দায় নিয়ে নিবো। তারাও তো আচরণ বিধি লঙ্ঘন করে ছিলো। তফসিল ঘোষণার পরপর তারা হলে হলে গিয়ে প্রচার চালিয়েছেন। তিনি শিবিরের প্রতি আহ্বান জানান, আপনারাও আচরণ বিধির উপর সম্মান জনক আচরণ করেন আমরাও সম্মান জনক আচরণ করবো।

প্রার্থীরা বলছেন, রোববার ব্যালট নম্বর দেওয়ার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। যার জন্য গতকাল প্রচার-প্রচারণা করতে পারেননি। গতকাল সকালের দিকে আবহাওয়া ভালো থাকলেও সাড়ে নয়টার পর থেকে আবার বৃষ্টি শুরু হয়। এছাড়াও আচরণবিধি অনুযায়ী কোনো একাডেমিক ভবনে ঢোকা যাবে না। আর বৃষ্টির মধ্যে বেশির ভাগ শিক্ষার্থী এখন একাডেমি ভবনের মধ্যে আছে। এজন্য প্রচারণায় বাধার সম্মুখীন হচ্ছেন বলে জানান তারা। তবে প্রচারণা শুরু হওয়া শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। প্রার্থীদের সাড়াও দিচ্ছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, প্রার্থীরা বৃষ্টির মধ্যেই টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, সিরাজী ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে আশে পাশের টং দোকান, চায়ের দোকান, খাবারের হোটেল, একাডেমিক ভবনের সামনের ছাউনিগুলোতে যে সকল শিক্ষার্থীরা আছেন তাদের কাছে প্রচারণা চালাচ্ছেন।

প্রচারণা চলাকালে শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা বলেন, শিক্ষার্থীরা অনেক বেশি স্বতঃস্ফূর্ত, ডাক শুনে অনেক বেশি উচ্ছ্বসিত। আমরা যখন তাদের কাছে যাচ্ছি তখন তাদের আকাঙ্ক্ষার কথা জানাচ্ছেন। আমরা আমাদের চোখে ক্যাম্পাস টাকে কিভাবে দেখতে চাই সেটা জানাচ্ছি। আমরা যখন বলছি যে ছাত্র শিবিরের প্যানেল থেকে এসেছি তখন শিক্ষক শিক্ষার্থীরা খুব আনন্দের সাথে, সাদরে গ্রহণ করছেন আমাদের। বিশেষ করে আমাদের বোনদের কাছে যে ভালোবাসা পাচ্ছি, তাদের কাছে যে ফিডব্যাক পাচ্ছি তাতে আমরা খুবি অভিভূত।

তিনি আরও বলেন, আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আমাদের ১০ টা থেকে প্রচারণার করার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য সাময়িক বিলম্ব হয়। এরপরেও আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের কাছে যাবার। বৃষ্টি থাকা শর্তেও শিক্ষার্থীরা আমাদেরকে সাড়া দিচ্ছেন।

এসময় ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, আমাদের গতকাল থেকেই আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। তবে গতকাল আমাদের ব্যালট নাম্বার পেতে পেতে সন্ধ্যা হয়, আবার বৃষ্টির জন্য আমরা ক্যাম্পাসে প্রচারণা চালাতে পারিনি। গতকাল আমাদের হল গুলোতে গণসংযোগ করেছি। আবার আজকে সকাল থেকেই বৃষ্টি যার জন্য একটু সমস্যার সম্মুখীন হচ্ছি। কারন আমাদের আচরণ বিধিতে আছে একাডেমিক ভবনের ভেতরে কেউ ভোট চাইতে পারবেনা। এই বৃষ্টির মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী একাডেমিক ভবনের ভিতরে অবস্থান করছে। আমরা এভাবেই আচরণ বিধি মেনে গণসংযোগের চেষ্টা করে যাচ্ছি এবং ভালো সাড়াও পাচ্ছি।

এদিকে সার্বিক বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেছেন। সবাই যে আচরণবিধি মেনে প্রচারণা চালায়। আমরা যদি কোনো ধরণের আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাই তাদেরকে প্রথমে সংশোধন করবো। তারপরও ভঙ্গ করলে নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ফরহাদ ইকবালের জনপ্রিয়তা তুঙ্গে
টাঙ্গাইলে ফরহাদ ইকবালের জনপ্রিয়তা তুঙ্গে
অনিয়ম-দুর্নীতির অভিযোগে শোকজ পেলেন ৩৯ শিক্ষক
অনিয়ম-দুর্নীতির অভিযোগে শোকজ পেলেন ৩৯ শিক্ষক
রাজশাহীতে ১৭০টি এয়ার ফ্লো মেশিন পাবেন চাষীরা
রাজশাহীতে ১৭০টি এয়ার ফ্লো মেশিন পাবেন চাষীরা