• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

অনিয়ম-দুর্নীতির অভিযোগে শোকজ পেলেন ৩৯ শিক্ষক

ক্যাম্পাস প্রতিনিধি    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে একাডেমিক ও প্রশাসনিক নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে ১৯ জন শিক্ষক ও ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) একাডেমিক ও প্রশাসনিক অনিয়ম  সংক্রান্ত পৃথক দুইটি তদন্ত কমিটি থেকে এসব শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এবং অনিয়ম-দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়ে তাদেরকে এই শোকজ নোটিশ পাঠানো হয়। শোকজ নোটিশে আগামী ১০ কার্যদিবসের মধ্যে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবেনা তার লিখিত জবাব দিতে বলা হয়েছে। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, আওয়ামীলীগের শাসনামলে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নিতে  প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতিসংক্রান্ত তদন্ত কমিটি, একাডেমিক অনিয়ম ও দুর্নীতিসংক্রান্ত তদন্ত কমিটি ও বিভিন্ন সময়ে ক্যাম্পাসে সংঘটিত ঘটনার তথ্য যাচাই-বাছাইসংক্রান্ত পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। এসব কমিটির প্রধান হিসেবে আছেন  সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, এম জাকির হোসেন খান ও অধ্যাপক আকতার হোসেন মজুমদার। এসব কমিটির মধ্যে একাডেমিক অনিয়ম-দুর্নীতির অভিযোগে ১৯ জন শিক্ষক এবং প্রশাসনিক অনিয়ম-দুর্নীতির অভিযোগে ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

একাডেমিক অনিয়ম-দুর্নীতির অভিযোগে শোকজ পাওয়া শিক্ষকরা হলেন: ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. মুশফিকুর রহমান(হীরক মুশফিক), সঙ্গীত বিভাগের অধ্যাপক ড. মো. জাহিদুল কবীর, একই বিভাগের অধ্যাপক ড. মুশাররাত শবনম, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত শারমিন তানিয়া, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক নগরবাসী বর্মণ (পার্থ), একই বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. তারিফুল ইসলাম, একই বিভাগের প্রভাষক মো. খাইরুল ইসলাম, বাংলা ভাষা ও সাহিত্য  বিভাগের অধ্যাপক ড. মার্জিয়া আক্তার, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মোল্লা আমিনুল ইসলাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক অন্তরা মাহবুব, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন, একই বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম আল মামুন, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা খানম এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তুহিনুর রহমান(তুহিন অবন্ত)। 

প্রশাসনিক অনিয়ম-দুর্নীতির অভিযোগে শোকজ পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন: রেজিস্ট্রার(বর্তমানে দায়িত্বে নেই) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম, উপ প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলাম, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হালিম, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের অতিরিক্ত পরিচালক কাজী মাহবুব ইলাহী, প্রকৌশল দপ্তরের কেয়ারটেকার মো. আসাদুজ্জামান, পার্সোনাল অফিসার রেবেকা সুলতানা,পার্সোনাল অফিসার রোজিনা বেগম, হল সুপার সোহেল রানা, ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মমতাজ বেগম,উপ- রেজিস্ট্রার (স্টোর) নাজমুল হুদা,  সহকারী প্রকৌশলী জান্নাতুন নাঈম, উপ-পরিচালক (শরীরচর্চা শিক্ষা দপ্তর) মো. ওমর ফারুক সরকার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক রেবেকা সুলতানা, সহকারী পরিচালক (অর্থ) এস এম কাউসার আহমেদ, সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক নির্মল চন্দ্র সাহা, অতিরিক্ত পরিচালক(অর্থ ও হিসাব) রাধেশ্যাম, ডেমোনস্ট্রেটর মো. মশিউর রহমান, সিনিয়র প্লাম্বার মোহাম্মদ আসাবুল হক এবং পার্সোনাল অফিসার খালেদা জেসমিন। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান বলেন, ‘যাঁদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে তথ্য–প্রমাণ মিলেছে তাঁদেরকে সংশ্লিষ্ট কমিটি থেকে শোকজ করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কমিটিগুলোকেই ক্ষমতায়িত করা হয়েছে।’

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ফরহাদ ইকবালের জনপ্রিয়তা তুঙ্গে
টাঙ্গাইলে ফরহাদ ইকবালের জনপ্রিয়তা তুঙ্গে
রাজশাহীতে ১৭০টি এয়ার ফ্লো মেশিন পাবেন চাষীরা
রাজশাহীতে ১৭০টি এয়ার ফ্লো মেশিন পাবেন চাষীরা
রাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উত্তপ্ত প্রচারণা
রাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উত্তপ্ত প্রচারণা