• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেব্রুয়ারির শুরুতে অবাধ নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পি.এম.
ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, কিছু শক্তি নির্বাচন স্থগিতের চেষ্টা করলেও অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ে নির্বাচন নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের (এমইপি) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা জানান, রমজানের আগে ফেব্রুয়ারির শুরুতেই ভোট অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, তিন দশকের বেশি সময় পর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠনের নির্বাচন শুরু হওয়ায় তরুণদের মধ্যে উৎসাহ বেড়েছে এবং এবার তরুণ ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোট দেবেন।

তিনি বলেন, এ নির্বাচন বাংলাদেশের জন্য একটি নতুন সূচনা ও ইতিহাসে নতুন অধ্যায় চিহ্নিত করবে।

ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের উন্নয়ন, গণতান্ত্রিক উত্তরণে ইইউর সমর্থন, সরকারের সংস্কার উদ্যোগ এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। এ সময় প্রফেসর ইউনূস ইইউর অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান এবং রোহিঙ্গাদের জন্য বিশেষ করে ক্যাম্পের স্কুলগুলো চালু রাখতে অতিরিক্ত সহায়তার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, চলমান শ্রম সংস্কার বাংলাদেশ-ইইউ সম্পর্ক জোরদারে সহায়ক হবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার কোটিপতি প্রার্থী ৮৯১ জন: টিআইবি
জাতীয় সংসদ নির্বাচন এবার কোটিপতি প্রার্থী ৮৯১ জন: টিআইবি
২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন কার্যক্রম চালু
২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন কার্যক্রম চালু
২৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন ১৯৮১ প্রার্থী
২৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন ১৯৮১ প্রার্থী