বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ছাত্রলীগের নেতা গ্রেপ্তার


রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় মো. ইলিয়াস চৌধুরী ওরফে রাব্বি (৪৫) গ্রেপ্তার হয়েছেন। তিনি পৌর শহরের বিনোদপুর (রাজবাড়ী বাজার) এলাকার লিয়াকত আলী চৌধুরীর ছেলে এবং রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে জেলা যুবলীগের সদস্য।
পুলিশ জানায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে রাজবাড়ী সদর থানার বিনোদপুর কলেজপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গত বছরের ১৮ জুলাই বিকেল ৩টার দিকে রাজবাড়ী-ঢাকা মহাসড়কের বড়পুল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা সমবেত হয়ে স্লোগান দিতে থাকে “কোটা না মেধা, মেধা না কোটা”, “চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার” এবং তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার”, ইত্যাদি শ্লোগান চলাকালে এক পর্যায়ে বিকেল পৌনে ৪টার দিকে ইলিয়াস চৌধুরী ওরফে রাব্বিসহ অন্যান্য আসামি এবং অজ্ঞাতনামা ব্যক্তিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বোমা, আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, লোহার রড, বাঁশের লাঠি ও গাছের ডালসহ মারাত্মক অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বহু শিক্ষার্থী গুরুতর আহত হন।
ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে মামলার ঘটনার সঙ্গে রাব্বির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তিনি এর আগে ২১ জুলাই, ২ এপ্রিল এবং ১২ ফেব্রুয়ারি দায়ের হওয়া তিনটি মামলার আসামি ছিলেন।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একাধিক মামলা চলমান রয়েছে। পুলিশ বলছে, তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/ এমএইচ