• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হোক, তা আমরা চাই না : সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ পি.এম.
নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সংগৃহীত ছবি

নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, আন্তর্জাতিক উদ্যোগে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান জরুরি। তিনি বলেন, “এর সমাধান আরও দীর্ঘায়িত হোক, তা আমরা চাই না।”

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নীতি গবেষণা কেন্দ্র আয়োজিত এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

সাখাওয়াত হোসেন বলেন, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন। কিন্তু গত আট বছরে আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট সক্রিয় হয়নি। এটি শুধু মানবিক নয়, একটি আন্তর্জাতিক সংকট।

তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা আসিয়ানকে বোঝানোর চেষ্টা করছি। তবে দুঃখজনকভাবে এখনো আঞ্চলিকভাবে কোনও কার্যকর সমন্বিত পদক্ষেপ দেখা যায়নি।”

উপদেষ্টা জানান, বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তবে রাজনৈতিক সমর্থনের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত পদক্ষেপ এখন সময়ের দাবি।

তিনি বলেন, “রোহিঙ্গাদের মাতৃভূমিতে ফিরিয়ে নেওয়া সরকারের অঙ্গীকার। সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশে ফেরার অধিকার তাদের রয়েছে।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার
সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
পেঁয়াজ আমদানি হলে দাম কমবে, সবজির দাম সহনীয়:  স্বরাষ্ট্র উপদেষ্টা
পেঁয়াজ আমদানি হলে দাম কমবে, সবজির দাম সহনীয়: স্বরাষ্ট্র উপদেষ্টা