• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৯৮

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ এ.এম.
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৯৮ জন নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ছাড়িয়ে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত স্থানীয় হাসপাতালগুলোতে ৯৮ জনের মরদেহ এবং ৩৮৫ জন আহতকে আনা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকে এখনো ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান অভিযানে এখন পর্যন্ত ৬৫ হাজার ৬২ জন নিহত ও ১ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন আহত হয়েছেন।

এছাড়া বুধবার খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি সেনারা গুলি চালায়। এতে আরও ৭ জন নিহত ও ৮৭ জন আহত হন। এ নিয়ে ত্রাণ সংগ্রহকালে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫০৪ এবং আহত ১৮ হাজার ৩৪৮ জনে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, গত ২ মার্চ থেকে ইসরায়েল খাদ্য ও ত্রাণের প্রবেশ সীমিত করায় তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে। শুধু বুধবারই ক্ষুধা ও অপুষ্টিতে চারজনের মৃত্যু হয়। প্রায় দুই বছরে ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে মোট ৪৩২ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ১৪৬ জন শিশু।

জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল একাধিকবার ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।

সূত্র: আনাদোলু

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ