• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডাসারে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ পি.এম.
প্রতীকী ছবি

মাদারীপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল (৮) ও হামজা (৫) ওই এলাকার নাঈম মোল্লার ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, বিকেলে বাড়ির উঠানে খেলছিল দুইভাই হাফিজুল ও হামজা। অসাবধানবশত পাশের পুকুরে পড়ে যায় দুইজনেই। এ সময় পানিতে তলিয়ে গেলে আর উঠতে পারেনি কেউ। রাত ৮টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় দুইজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে পরীক্ষানিরীক্ষা শেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইভাইকে মৃত ঘোষণা করেন। দুই সহোদরের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত দুই শিশুর আত্মীয় (সম্পর্কে নানা) শাওন হাওলাদার বলেন, একসাথে দুই ভাইয়ের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। এটি খুবই দুঃখজনক ঘটনা। পরিবার কীভাবে এই শোক সইবে? অসতর্ক থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে।

মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, দুই শিশুর মৃত্যুর খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এমন মৃত্যুতে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপির আছে
তারেক রহমান দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপির আছে
স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে বিএনপির সর্বোচ্চ চেষ্টা থাকবে
ডা. রফিক স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে বিএনপির সর্বোচ্চ চেষ্টা থাকবে
পাংশায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা প্রদানের অভিযোগ
পাংশায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা প্রদানের অভিযোগ