সুপার ফোরেও হ্যান্ডশেক বিতর্কে যে ব্যবস্থা করল আইসিসি


এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্ক কি শেষ হচ্ছে? গ্রুপপর্বে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা। এবার সুপার ফোরেও যেন নতুন করে বিতর্ক না হয়, সে জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে আইসিসি।
‘ক্রিকবাজ’-এর খবর অনুযায়ী, আইসিসির সিইও সংযোগ গুপ্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন। পরে অধিনায়ক সালমান আগা ও কোচ মাইক হেসনের সঙ্গেও আলোচনা হয়।
সেখানে পাকিস্তান দলকে স্পষ্ট জানানো হয়েছে-সুপার ফোরের ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে যাওয়া যাবে না। নির্দেশনা মানতে রাজি হয়েছে পাকিস্তান দল। অর্থাৎ রোববারও ভারত-পাক খেলোয়াড়দের করমর্দন দেখা যাবে না।
এর আগে জানা গিয়েছিল, ভারত-পাক ম্যাচের পরবর্তী বিতর্ক নিয়ে পাকিস্তানের কাছে নাকি ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। তবে বিষয়টি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ‘টাইমস অফ ইন্ডিয়া’ ও ‘ক্রিকবাজ’ দাবি করছে, পাইক্রফট আসলে কোনো ক্ষমা চাননি; বরং বৈঠকে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন মাত্র। আইসিসির এক সূত্রও জানিয়েছে, “ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না, বিশেষ করে এমন একজনের ক্ষেত্রে যার কোনো দোষই নেই।”
ভিওডি বাংলা/জা