• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে প্রস্তুত সরকার: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ এ.এম.
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন সাধারণ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেল সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা জানান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি জানায়। 

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, নির্বাচন, বাণিজ্য ও কৃষি খাতের সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

ড. ইউনূস রাষ্ট্রদূতকে অন্তর্বর্তী সরকারের ফেব্রুয়ারির প্রথমার্ধে সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, নির্বাচনের স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

রাষ্ট্রদূত ভ্যান বোমেল বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল এই সপ্তাহেই বাংলাদেশে আসবে এবং নেদারল্যান্ডস এ মিশনে সক্রিয় ভূমিকা রাখবে।

দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, উভয় দেশের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. ইউনূস কক্সবাজার ক্যাম্পে চলমান মানবিক কার্যক্রম টিকিয়ে রাখতে ডাচ সহায়তা বৃদ্ধির আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, অর্থায়নের ঘাটতির কারণে কার্যক্রম হুমকির মুখে রয়েছে।

তিনি আরও জানান, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে আন্তর্জাতিক সহায়তা ও তহবিল সংগ্রহে গতি আসবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

রাষ্ট্রদূত ভ্যান বোমেলও সংকটটির জরুরিতা স্বীকার করে বলেন, রোহিঙ্গা ইস্যুটি আরও বেশি আন্তর্জাতিক মনোযোগ পাওয়ার দাবি রাখে।

সাক্ষাতে সরকারের সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে প্রয়োগ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে প্রয়োগ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ অক্টোবর
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ অক্টোবর
নির্বাচন কমিশন-নির্বাচন কর্মকর্তা সংক্রান্ত ২ অধ্যাদেশ অনুমোদন
নির্বাচন কমিশন-নির্বাচন কর্মকর্তা সংক্রান্ত ২ অধ্যাদেশ অনুমোদন