• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

দলের জয় উদযাপনের মধ্যেই বাবার মৃত্যুসংবাদ পেলেন ভেল্লালাগে

স্পোর্টস ডেস্ক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ এ.এম.
ছবি: সংগৃহীত

ব্যাটিংয়ে নামতে প্যাড পরে বসেছিলেন দুনিথ ভেল্লালাগে। তবে তার আর মাঠে নামার প্রয়োজন হয়নি। শ্রীলঙ্কা ৮ বল ও ৬ উইকেট হাতে রেখেই হারায় আফগানিস্তানকে। কিন্তু জয় উদযাপন শুরু হওয়ার আগেই লঙ্কান শিবিরে নেমে আসে শোক। ম্যাচ শেষেই ভেল্লালাগে জানতে পারেন তার বাবা সুরঙ্গা ভেল্লালাগে মারা গেছেন। খবর পাওয়ার পর কোচ সনাৎ জয়সুরিয়া দ্রুত সান্ত্বনা দেন মাত্র ২২ বছর বয়সী এই স্পিনারকে।

ভেল্লালাগে তাৎক্ষণিকভাবে আবুধাবি থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়েছেন। তার সঙ্গে রয়েছেন দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা। দেশটির গণমাধ্যম জানায়, প্রথমে তাকে জানানো হয় জরুরি মেডিক্যাল পরিস্থিতির কথা। এরপরই জানানো হয় বাবার মৃত্যুর খবর।

শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচ চলাকালে কলম্বোতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ৫৪ বছর বয়সী সুরঙ্গা ভেল্লালাগে। খেলা দেখার সময় বুকে ব্যথা শুরু হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে, তবে আর প্রাণে বাঁচানো যায়নি।

সতীর্থের এই শোক সংবাদে স্তব্ধ হয়ে যায় গোটা লঙ্কান দল। খানিক আগে দলের জয়ে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলা কুশল মেন্ডিসসহ সবাই উল্লাস ভুলে যান। চারিথ আসালাঙ্কা এগিয়ে এসে ভেল্লালাগেকে সান্ত্বনা দেন।

এশিয়া কাপে আফগান ম্যাচ দিয়েই একাদশে সুযোগ পেয়েছিলেন ভেল্লালাগে। শুরুতে তিন ওভারে মাত্র ১৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে মোহাম্মদ নবি তাকে আক্রমণ করে ৫ ছক্কায় ৩২ রান নেন। এরপরেই আসে জীবনের সবচেয়ে কঠিন সংবাদ-বাবাকে হারানোর বেদনা।

আগামীকাল (শনিবার) বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরে মাঠে নামবে শ্রীলঙ্কা। তবে ভেল্লালাগের ফেরাটা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফগানিস্তানকে হারানোর পর নতুন সমীকরণের সামনে বাংলাদেশ
আফগানিস্তানকে হারানোর পর নতুন সমীকরণের সামনে বাংলাদেশ
নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
আমাদের বিশ্বাস রাখতে হবে সুপার ফোরে খেলার: মুশতাক
আমাদের বিশ্বাস রাখতে হবে সুপার ফোরে খেলার: মুশতাক