শেরপুর হাসপাতালে রোগীকে বের করার অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে


শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে এক রোগীর বাবা ও মেয়েকে কক্ষ থেকে বের করার অভিযোগ উঠেছে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মারজিয়া খাতুনের বিরুদ্ধে।
অভিযোগকারী কাজী মাসুম জানান, তার মেয়ে জান্নাতুল ফেরদৌস মামিয়া প্রচণ্ড পেটব্যথা নিয়ে জরুরি বিভাগে ভর্তি ছিলেন। প্রথমে দায়িত্বে থাকা ডা. অনন্যা প্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করেছিলেন। তবে একটি ওষুধ বাইরে না পাওয়া গেলে কাজী মাসুম প্রায় আধা ঘণ্টা পর পুনরায় কক্ষে যান। তিনি বিনয়ের সঙ্গে ডাকেন ‘আপু’, তখন ডা. মারজিয়া ক্ষিপ্ত হয়ে ধমক দিয়ে বলেন, “আমি মেডিকেল অফিসার, বের হয়ে যান।” এরপর রোগী ও অভিভাবককে কক্ষ থেকে বের করা হয়।
বিকেল তিনটার দিকে ডা. মারজিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া কারও সঙ্গে কোনো কথা বলব না।” হাসপাতালে আরএমও ডা. তাহেরাতুল আশরাফি বলেন, “হয়তো ভুলক্রমে এমন হয়েছে। অফিসিয়ালি অভিযোগ করতে হলে শনিবার আসতে হবে। সমাধান চাইলে সরাসরি কথাও বলা যেতে পারে।”
উপস্থিত অন্যান্য রোগী ও স্বজনরা অভিযোগ করেছেন, শুধু ডা. মারজিয়া নয়, জরুরি বিভাগের অনেক চিকিৎসকই প্রায়ই রোগী ও অভিভাবকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
ভিওডি বাংলা- মো. মাকসুদুর রহমান/জা