• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঘুষ-অনিয়মে জড়িত আবাসন পরিদপ্তরের তিন কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পি.এম.
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সংগৃহীত ছবি

সরকারি বাসা বরাদ্দে ভয়াবহ অনিয়ম, ঘুষ দাবি ও সিন্ডিকেট গড়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বরখাস্তদের মধ্যে রয়েছেন পরিদপ্তরের উপপরিচালক রাশেদ আহম্মেদ সাদী, সহকারী পরিচালক বিলাল হোসাইন এবং সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ১৮ সেপ্টেম্বর পৃথক প্রজ্ঞাপন ও অফিস আদেশে তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

অভিযোগে বলা হয়েছে, গ্রেড ও বেতন বিবেচনা না করে বাসা বরাদ্দের সুপারিশ, আবেদনকারীদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি, বরাদ্দ সংক্রান্ত সভায় দায়িত্ব পালনে অনিয়ম এবং সিন্ডিকেট গড়ে অবৈধ সম্পদ অর্জনের মতো কর্মকাণ্ডে তারা জড়িত।

মন্ত্রণালয় জানিয়েছে, এ অভিযোগগুলো অত্যন্ত ‘স্পর্শকাতর’। অভিযুক্তরা বহাল থাকলে তদন্তে প্রভাব ফেলতে পারতেন। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ আরিফ



  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪