কুমারখালীতে লাখ টাকার আম গাছ চুরি, থানায় অভিযোগ


এককেজি আমের দাম আর কত? পাঁচশো, এক হাজার বা এক লাখ টাকা। কিন্তু না। বিরল প্রজাতির আম 'মিয়াজাকি'র এককেজি আমের দাম প্রায় আড়াই লক্ষাধিক টাকারও বেশি। কুষ্টিয়ার কুমারখালীর একটি বিলাসবহুল বহুতল বাড়ি থেকে প্লাস্টিকের ড্রামে লাগানো একটি' মিয়াজাকি' আমগাছ চুরির অভিযোগ উঠেছে।
কড়া নিরাপত্তার চাঁদরে ঘেরা বাড়িটির নাম প্যারেন্ট লজ। এটি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরে অবস্থিত। বাড়িটির মালিক হেলথকেয়ার ফার্মাসিটিক্যালের চেয়ারম্যান দানবীর আলাউদ্দিন আহমেদ।
গাছটির দাম প্রায় এক লক্ষাধিক টাকা। প্রায় এক বছর আগে আলাউদ্দিন আহমেদ গাছটি জাপান থেকে নিয়ে এসে তাঁর সহধর্মিণী সুরাইয়া বিলকিসের জন্মদিনে উপহার দিয়েছিলেন বলে জানিয়েছেন আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. সাইফুর রহমান। এ ঘটনায় তিনি আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয়সুত্রে জানা গেছে, বিশ্বের অন্যতম বিরল প্রজাতির আম- ‘মিয়াজাকি’র (Miyazaki) কেজির দাম আড়াই লক্ষাধিক টাকারও ওপরে। ১৯৭০ দশকরের দিকে জাপানের মিয়াজাকি নামক স্থানেই এটি চাষ শুরু হয়। তাই জায়গার নামানুসারেই এর নাম রাখা হয় মিয়াজাকি I এই আমের বিজ্ঞানসম্মত নাম হলো ‘তাইয়ো নো টোমাগো’ (Taiyo-no-tomago), এ ছাড়া এই আমটি ‘এগ অব সানসাইন’ (Egg of Sunshine) নামেও পরিচিত।
প্রায় এক বছর আগে জাপান থেকে একটি আমগাছ নিয়ে এসে স্ত্রীর জন্মদিনের উপহার দিয়েছিলেন আলাউদ্দিন আহমেদ। তাঁর স্ত্রী গাছটি প্লাস্টিকের ড্রামে বিলাসবহুল বাড়ি প্যারেন্টের লজের দক্ষিণপাশে লাগিয়েছিলেন।
গত ১ এক সেপ্টেম্বর থেকে বাড়িটি থেকে হঠাৎ ড্রামসহ গাছটি উধাও হয়ে গেছে। সম্ভাব্য স্থানে খুঁজাখুঁজি করেও গাছটির সন্ধান না পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেন ব্যবস্থাপক মো. সাইফুর রহমান।
বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, আলাউদ্দিন নগর রেলগেট - শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি সড়ক ঘেঁষে অবস্থিত বিলাসবহুল সাদা রঙের বহুতল ভবন ' প্যারেন্ট লজ'।
বাড়িটির চারিদিকে পাকা প্রাচীর। একাধিক প্রবেশপথের বাড়িটি সিসিটিভি ক্যামেরায় আওতাভুক্ত। গেটে একজন পাহাড়াদার। প্রাচীরের ভিতরে সবুজায়ন। দেশী বিদেশী ছোটবড় বিভিন্ন প্রজাতির গাছ। তবে মিয়াজাকি নামক আমগাছটি নেই।
এ সময় পাহাড়াদার মো. আসাদুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টা পাহারায় থাকে। সিসিটিভি ক্যামেরা আছে। আমি ৬ মাস হলো যোগদান করেছি। গাছের বিষয় কিছু জানিনা।
সবুজায়নের লক্ষে প্যারেন্ট লজসহ আশপাশের এলাকায় প্রায় দেড় হাজার বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে বলে জানিয়েছেন আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক গোলাম হাফিজ।
তিনি বলেন, গতবছর জন্মদিনে স্যার জাপান থেকে মিয়াজাকি আমগাছটি ম্যাডামকে উপহার দিয়েছিলেন। মূল্যবান গাছটির দাম প্রায় লক্ষাধিক টাকা। কড়া নিরাপত্তার মধ্যেও হঠাৎ গাছটি পাওয়া যাচ্ছেনা। এ ঘটনায় আজ ব্যবস্থাপক থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগের বিষয় স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, মূল্যবান ও উপহারের গাছ হারানোর ঘটনায় থানায় লিখিত অভিযোগ পড়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাঁর ভাষ্য, একটি গাছ হারানোর এমন অভিযোগ এই এলাকায় হয়তো প্রথম।
ভিওডি বাংলা/জা