• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এআই ব্যবহার করে ভুয়া ঝটিকা মিছিল প্রচার করছে : ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ পি.এম.
বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। সংগৃহীত ছবি

বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ঝটিকা মিছিলের নামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পুরোনো ফুটেজে ব্যানার পরিবর্তন করছে এবং তা নিজেদের নামে প্রচার করছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, দেশের বাইরে কিছু লোক থাকলেও সংখ্যাগরিষ্ঠ কর্মী-সমর্থক এখনো আশপাশেই আছেন। তাই নাটকীয় ঝটিকা মিছিলের আয়োজন করা হচ্ছে। তিনি দাবি করেন, এআই দিয়ে ব্যানার পাল্টে রাজনৈতিক প্রতারণা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, ফার্মাসিউটিক্যালস সেক্টরে প্রায় চার লাখ মানুষ কাজ করেন। এ সেক্টরে বিভ্রান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি অতিরিক্ত মুনাফা না করার আহ্বান জানান।

নির্বাচন প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, নেপাল দ্রুত নির্বাচন ঘোষণা করলেও বাংলাদেশে ৫৪ বছরে এমন নির্বাচন হয়নি, যেখানে মানুষ নেতাকে না দেখেই ভোট দিতে বাধ্য হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড্যাব নেতাদের উদ্যোগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা
ড্যাব নেতাদের উদ্যোগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা
আমার স্বামীকে হত্যা করা হয়েছে
নাসির উদ্দিন পিন্টুর সহধর্মিণী আমার স্বামীকে হত্যা করা হয়েছে
খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে চিকিৎসা গ্রহণ করছেন
খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে চিকিৎসা গ্রহণ করছেন