মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় একাধিক গ্রেপ্তার: প্রেস মিনিস্টার


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কনস্যুলেট অফিসে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, পুরো ঘটনাটি তদন্তাধীন। নিউইয়র্ক কনস্যুলেট হামলার বিষয়ে ভিডিও ফুটেজ ও সন্ত্রাসীদের নামসহ অভিযোগ ইতোমধ্যে নিউইয়র্ক পুলিশ, সিক্রেট সার্ভিস এবং ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কনস্যুলেটকে জানানো হয়েছে, এখন পর্যন্ত একাধিক গ্রেপ্তার হয়েছে, তবে তদন্ত শেষ না হওয়ায় বিস্তারিত প্রকাশ করা হয়নি।
তিনি আরও জানান, ২৪ আগস্টের এ ঘটনার তদন্ত সময়সাপেক্ষ হলেও সেটি যুক্তরাষ্ট্রের স্বাভাবিক আইনি প্রক্রিয়া। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, অভিযোগ পর্যায়ে আছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় মামলা দায়ের করা হবে।
গোলাম মোর্তজা পরিষ্কারভাবে বলেন, “মানবতাবিরোধী অপরাধী ও বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোস হয়নি এবং এর কোনো সুযোগও নেই।”
ভিওডি বাংলা/ আরিফ