• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহরের বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক পলাশ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব সমীর চক্রবর্তীর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, আলী আজম ও আশীষ পাল ও স্বপন দেব।

বক্তারা বলেন, দুর্গাপূজা এখন আর কেবল হিন্দু সম্প্রদায়ের সীমাবদ্ধ অনুষ্ঠান নয়; এটি সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। এখানে সব ধর্ম-বর্ণের মানুষ সমানভাবে অংশগ্রহণ করে থাকে। তাই পূজা ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।

সভায় পূজা মণ্ডপগুলোতে বিদ্যুৎ, আলোকসজ্জা, পানি সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থার দিকে নজর দেওয়ার পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

নেতৃবৃন্দ বলেন, পূজা যেন নির্ভয়ে, শান্তিপূর্ণভাবে ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।

তারা আরও বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের মিলিত আবাসভূমি। ধর্ম যার যার, উৎসব সবার-এই চেতনা ধারণ করেই দুর্গাপূজা পালন করতে হবে।

ভিওডি বাংলা-আমিনুল ইসলাম আহাদ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরিপুরে ওয়ার্ল্ড ভিশন উদ্যোগে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ
হরিপুরে ওয়ার্ল্ড ভিশন উদ্যোগে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ
রাজশাহীতে সারের সংকট বিপাকে আলুচাষিরা
রাজশাহীতে সারের সংকট বিপাকে আলুচাষিরা
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ