হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন ইউনিফাইড কল মেনু ফিচার। এই আপডেটের মাধ্যমে ভয়েস এবং ভিডিও কলের জন্য আলাদা বাটনের পরিবর্তে একটি একক কল বাটন থাকছে।
নতুন মেনুর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ভয়েস বা ভিডিও কল শুরু করতে, কল লিংক তৈরি করতে এবং এমনকি কল শিডিউল করতে পারবে। গ্রুপ কলের ক্ষেত্রে মেনু থেকে সদস্য নির্বাচন করা আরও সহজ হয়েছে।
অফিসিয়াল চেঞ্জলগ অনুযায়ী, কল শিডিউল করার সময় ব্যবহারকারীরা গ্রুপ বা কন্ট্যাক্ট নির্বাচন করে ইনভাইটেশন শেয়ার করতে পারবে। এতে কাজের মিটিং বা বন্ধুদের সঙ্গে আগে থেকে সময় ঠিক করে কল করা সহজ হবে।
বর্তমানে এই ফিচারটি কিছু নির্বাচিত ব্যবহারকারীর জন্য উপলব্ধ, তবে কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে সবার কাছে পৌঁছে যাবে।
হোয়াটসঅ্যাপ আশা করছে, এই ইউনিফাইড কল মেনু ও কল শিডিউল ফিচার ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও স্মার্ট, সময়োপযোগী এবং সহজ করবে।
ভিওডি বাংলা/ এমপি