জাবিতে ১৫ নম্বর ছাত্রী হল সংসদের শপথ গ্রহণ সম্পন্ন


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৫ নম্বর ছাত্রী হল (সাবেক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল) সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আটটায় হলে প্রভোস্ট ও সংসদের সভাপতি উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা নাসরীন জলি শপথ বাক্য পাঠ করান।
নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা হলেন-
সহ সভাপতি (ভিপি): অর্থনীতি বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী মোছা. শারমিন খাতুন
সাধারণ সম্পাদক (জিএস): প্রাণীবিদ্যা বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী মেহনাজ মোহনা
যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস): মার্কেটিং বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী রেজওয়ানা বিনতে রহমত
রিডিং রুম সম্পাদক: লোক-প্রশাসন বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী উম্মে হাবিবা রুপা
ডাইনিং ও ক্যান্টিন সম্পাদক: নৃবিজ্ঞান বিভাগের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী নুশরিকা অদ্রি
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী মোছাঃ মিশকাত জাহান
সমাজসেবা সম্পাদক: পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী আরওয়া রহমান মাইশা
সামাজিক বিনোদন ও ড্রামা সম্পাদক: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৩ তম ব্যাচের শিক্ষার্থী সামিরা তাসমিম সাফা
ক্রীড়া সম্পাদক: বাংলা বিভাগের ৫৩ তম ব্যাচের শিক্ষার্থী মোছা. স্নিগ্ধা আক্তার
কার্যকরী সদস্য: ভূগোল ও পরিবেশ বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী মোছা. মেহেরুন্নেছা সরনী এবং ইংরেজি বিভাগের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী ফাইজা আনতারা
তবে সাহিত্য সম্পাদক, কমনরুম সম্পাদক, সহ-ক্রীড়া সম্পাদক এবং কার্যকরী সদস্যের একটি পদে কোনো প্রার্থী না থাকায় পদগুলো শূন্য রয়েছে।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সহ সভাপতি শারমিন খাতুন বলেন, “হলের শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসার জায়গা থেকে আমি দায়িত্বে এসেছি। জেনারেটর, লিফট, নিরাপদ পানির ফিল্টার, সবজি কর্নার, ইনডোর গেমস ও জিমনেসিয়াম স্থাপনের পরিকল্পনা রয়েছে।”
অধ্যাপক শামীমা নাসরীন জলি নবনির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে বলেন, “দায়িত্ব নিতে ভয় পাওয়া যাবে না। আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে। মতভিন্নতা থাকলেও বিভেদে রূপ দেওয়া যাবে না। পড়াশোনাই শিক্ষার্থীদের প্রধান দায়িত্ব, ডাইনিং সিস্টেম থাকায় রান্না-বান্নায় মনোযোগ না দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও।”
তিনি আরও বলেন, “তোমাদের দেখিয়ে দিতে হবে জেন জি বিপ্লবও করতে পারে, আবার ভালোবাসাও দিতে পারে। আত্মবিশ্বাস, ঐক্য ও সুন্দর ব্যবহারের মাধ্যমে হলে একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে এটাই প্রত্যাশা।”
ভিওডি বাংলা/ আমির ফয়সাল/ জা