• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে সাভারে নিহত শহীদ আলিফ আহমেদ সিয়াম ও শহীদ শ্রাবণ গাজীর পরিবারের সদস্যরা এবং শহীদ মিজানুর রহমানের স্ত্রী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। পরে জাকসু নির্বাচনের ভোট গণনার কাজে অংশ নেওয়া অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, “দীর্ঘ ফ্যাসিবাদী আমলের অবসান ঘটিয়ে চব্বিশের বীর শহীদরা আমাদের যে দায়িত্ব অর্পণ করেছেন, শিক্ষার্থী সংসদ নির্বাচন তারই বাস্তব প্রতিফলন। আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই দেশ ও বিশ্বকে নেতৃত্ব দেবে। সেই নেতৃত্বের জায়গা হতে হবে আদর্শ, যেখানে সবার মতপ্রকাশের অধিকার নিশ্চিত থাকবে।”

তিনি আরও বলেন, “আমাদের ওপর অর্পিত আস্থার প্রতিদান আমরা আগামী এক বছরে দিতে বদ্ধপরিকর।”

উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। সেই প্রক্রিয়া শুরু হয়েছে ডাকসু ও জাকসুর নির্বাচনের মাধ্যমে। এ ধরনের নির্বাচন আয়োজন জাতীয় পর্যায়ের গণতান্ত্রিক চর্চার সম্ভাবনা তৈরি করে। জাবি ক্ষুদ্র পরিসরে হলেও সেই চেষ্টা করেছে।”

ভিওডি বাংলা/  আমির ফয়সাল/ জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে নতুন নিরাপত্তা রক্ষীদের আনুষ্ঠানিক ইউনিফর্ম হস্তান্তর
বাকৃবিতে নতুন নিরাপত্তা রক্ষীদের আনুষ্ঠানিক ইউনিফর্ম হস্তান্তর
ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়া'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়া'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাবি স্নাতক ভর্তির আবেদন শেষ হচ্ছে রোববার
রাবি স্নাতক ভর্তির আবেদন শেষ হচ্ছে রোববার