• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান

রাজশাহীতে প্রাতঃকালীন বাজারে পদ্মার মাছ সস্তায় মিলছে

রাজশাহী ব্যুরো    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজশাহী নগরীর শ্রীরামপুরে পদ্মা নদীর পাড়ে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় এক বিশেষ আয়োজন। প্রতিদিন ডিসি বাংলোর সামনে টি-বাঁধে বসে প্রাতঃকালীন মাছের বাজার। ভোর ৫টা থেকে ৮টা পর্যন্ত চলে এই বাজার। মাত্র তিন ঘণ্টার এই বাজারকে ঘিরে নদী পাড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এই বাজার শুধু জেলেদের জীবিকার ভরসা নয়, ক্রেতাদের কাছে তাজা মাছ পাওয়ার একমাত্র নির্ভরযোগ্য স্থান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর ঘাটে ভিড় করেছেন জেলেরা। রাতভর পদ্মায় মাছ ধরে তারা হাড়িভর্তি মাছ নিয়ে বাজারে হাজির হচ্ছেন। বাজারের এক পাশে সাজানো রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ, আরেক পাশে দরদাম করছেন ক্রেতারা। পদ্মার মনরম বাতাস, ভোরের আলো আর মাছের গন্ধে যেন ভিন্ন এক আমেজ তৈরি হয়। এই বাজারে মূলত পদ্মার টাটকা মাছ বিক্রি হয়। 

বাঘাইড়, গুচি, গজার, শোল, পাবদা, চিতল, রিটা, মলা, ট্যাংড়া, পিয়ালি, বাছা, পাতাশি, বেলে, পুটি ও ছোট চিংড়িসহ নানা প্রজাতির মাছ পাওয়া যায়। ছেলেদের মতে, মাঝে মাঝে ইলিশও ধরা পড়ে। মাছের আকার ও মান অনুযায়ী দাম প্রতি কেজি ৬০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত। এখানকার বিশেষ সুবিধা হলো-ক্রেতারা মাত্র ১০০ টাকার বিনিময়ে প্রতি কেজি মাছ কেটে, ধুয়ে পরিষ্কার করিয়ে নিতে পারেন।

রিমা ও পলি নামের দুই নারী বাজারে মাছ কেটে পরিষ্কার করার কাজ করেন। তারা বলেন, ‘‘প্রতিদিনই খুচরা ক্রেতারা আসেন। অনেকেই দূরদূরান্ত থেকে আসেন পদ্মার তাজা মাছ কিনতে। আমরা মাছ কেটে দিয়ে তাদের সুবিধা দিচ্ছি।’’

রাজশাহীর পবা উপজেলার মনিরুল হক দম্পতি মাছ কিনতে এসেছেন। তিনি বলেন, ‘‘আজ তিন কেজি মাছ কিনেছি। আমরা প্রায়ই এখানে পদ্মার টাটকা মাছ কিনতে আসি। কারণ পদ্মার টাটকা মাছের স্বাদ আলাদা, কোনো ফরমালিন নেই। দামও বাজারের চেয়ে কম। এখানে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করা সুযোগ রয়েছে। বাড়িতে আর মাছ কাটার ঝামেলা থাকে না।’’

পুলিশ সদস্য এনামুল হক পরিবার নিয়ে মাছ কিনতে এসেছেন। তিনি বলেন, ‘‘ব্যস্ততার কারণে বাজারে যেতে পারি না। তাই একসঙ্গে তিন কেজি মাছ কিনলাম। দামও বেশ সাশ্রয়ী। ছোট মাছ কাটাতে ঝামেলা মনে হয়। তাই মাছ কেটে পরিষ্কার করে নিলাম। এক সপ্তাহের জন্য ফ্রিজে রেখে খাব।’’

রাজশাহী কলেজের শিক্ষার্থী সাহেব আলী বন্ধুদের সঙ্গে এসেছিলেন। তিনি বলেন, ‘‘ভোরে নদীর পাড়ে এসে মাছ কেনার আনন্দই আলাদা। দরদাম করে মাছ কিনলাম, আর পদ্মার শীতল হাওয়া উপভোগ করলাম।’’

বাজারে প্রতিদিন অর্ধ শতাধিক জেলে মাছ বিক্রি করেন। জেলেরা জানিয়েছেন, প্রতিদিন গড়ে লাখ টাকার বেশি লেনদেন হয়। এই বাজার তাদের জীবিকার অন্যতম প্রধান উৎস।

পদ্মা পাড়ের জেলে জামিল হোসেন বলেন, ‘‘পদ্মার পানি বাড়লে মাছ কম ধরা পড়ে। আর পানি কমলে বেশি মাছ পাওয়া যায়। শীতের সময় ইলিশ বেশি পাওয়া যায়। গত সপ্তাহে দুটি জাটকা ইলিশ ধরা পড়েছিল।’’

জেলে রহমান বলেন, ‘‘আজ তিনটি গজার মাছ পেয়েছিলাম। ছয় শ’ টাকা কেজি দরে সাড়ে চার কেজি মাছ ২ হাজার ৭০০ টাকায় বিক্রি করেছি। গতকাল তিন হাজার টাকার মাছ বিক্রি করেছি।’’

অন্য এক জেলে শান্ত বলেন, ‘‘পদ্মায় এখন পানি বেড়েছে তাই মাছ একটু কম পাওয়া যাচ্ছে। চিংড়ি, পিয়ালি, গুচি, টেংড়া ও পুঁটিমাছ মিলে ৬ কেজি মাছ পেয়েছিলাম। সাড়ে আট শ’ টাকা কেজি দরে বিক্রি করেছি।’’

রবিউল ইসলাম নামে এক জেলে বলেন, ‘‘পদ্মায় মাছ ধরা শুরু হয় রাত থেকেই। আবহাওয়া ভালো থাকলে সন্ধ্যার পর প্রস্তুতি নেই। রাত ১০টার দিকে নৌকা নিয়ে নদীতে যাই, সারারাত মাছ ধরি। ভোরে বাজারে এনে বিক্রি করি। আড়ত বাদ দিয়ে সরাসরি ক্রেতার কাছে বিক্রি করায় লাভ বেশি হয়। খাজনাও নেই, তাই খরচ কম।’’

প্রতিদিন ভোরে পদ্মার পাড়ের এই মাছের বাজার এখন রাজশাহীর মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু মাছ কেনা নয়, অনেকে ভোরের সৌন্দর্য উপভোগ করতেও আসেন। ভোরের নরম রোদ, পদ্মার সতেজ হাওয়া আর মাছের গন্ধ মিলে তৈরি হয় অনন্য পরিবেশ।

ভিওডি বাংলা/ মো. রমজান আলী/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীর বাঘায় ১ সপ্তাহে পদ্মার গর্ভে বিলীন ১৫ বাড়ি
রাজশাহীর বাঘায় ১ সপ্তাহে পদ্মার গর্ভে বিলীন ১৫ বাড়ি
টাঙ্গাইলে প্রতীমায় রঙ-তুলির সাজ-সজ্জায় ব্যস্ত শিল্পীরা
টাঙ্গাইলে প্রতীমায় রঙ-তুলির সাজ-সজ্জায় ব্যস্ত শিল্পীরা
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত