• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোহামেডানকে হারিয়ে শিরোপা ধরে রাখলো ১০ জনের কিংস

স্পোর্টস ডেস্ক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা কিংস মোহামেডানকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে। শুক্রবার দুপুরে (১৯ সেপ্টেম্বর) দলের হয়ে মাঠ ছাড়তে হয় সোহেল রানাকে, যিনি ৬৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন। 

দশ জন থাকা সত্ত্বেও কিংসের আক্রমণ আরও তীব্র হয়। ৭২ মিনিটে রাফায়েল আগুস্তো দলকে এগিয়ে নেন। ৭৫ মিনিটে সাবেক ক্লাব মোহামেডানের বিপক্ষে গোল করেন এমানুয়েল সানডে। ৮৬ মিনিটে দোরিয়েলতন গোমেজ শেষ গোলটি করেন, যার মাধ্যমে জয় নিশ্চিত হয় (৪-১)।

ম্যাচের প্রথমার্ধও ছিল নাটকীয়। ৭ মিনিটে পেনাল্টি থেকে দোরিয়েলতন গোল করেন, ১৩ মিনিটে মোহামেডান পেনাল্টি থেকে সমতা ফিরিয়ে আনে। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে দোরিয়েলতন আরও একটি সুযোগ হাতছাড়া করেন।

ম্যাচের শেষ দিকে গ্যালারি থেকে সমর্থকরা কিংসের পোস্টের দিকে পানির বোতল ও স্মোক ফ্লেয়ার ছোড়ে, যা মিনিট ছয় পর্যন্ত ম্যাচ বন্ধ রাখে। এর আগে একই ধরনের ঘটনা গত আসরে কিংস অ্যারেনাতেও ঘটেছিল।

শেষ পর্যন্ত, দশজন খেলোয়াড় থাকা সত্ত্বেও বসুন্ধরা কিংসের উল্টো আক্রমণ মোহামেডানকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেইমারকে নিয়ে ব্রাজিল কোচের স্পষ্ট বার্তা
নেইমারকে নিয়ে ব্রাজিল কোচের স্পষ্ট বার্তা
ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপে একসঙ্গে যে দেশগুলো
ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপে একসঙ্গে যে দেশগুলো
৩ বছর বয়সে দাবার ইতিহাসে বিশ্বরেকর্ড সর্বজ্ঞ সিং
৩ বছর বয়সে দাবার ইতিহাসে বিশ্বরেকর্ড সর্বজ্ঞ সিং