বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বড় অর্জন : নাহিদ ইসলাম


বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়াকে একটি বড় অর্জন হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে, শিগগিরই আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হবে। গণঅভ্যুত্থানের পর তাদের দলই প্রথম এ দাবি তুলেছিল বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “ছাত্রদের ভূমিকার স্বীকৃতি হিসেবে নেতৃত্ব ছাত্রদের মধ্য থেকেই উঠে আসা জরুরি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়া আমাদের জন্য বড় একটি অর্জন।”
তবে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলাফলে এনসিপি সমর্থিত প্যানেলের ব্যর্থতাকে দুঃখজনক উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নিজেদের ব্যর্থতার কারণ খুঁজে দেখতে আত্মমূল্যায়ন ও আত্মসমালোচনা চলছে। সাংগঠনিক শক্তি অর্জনে আরও কাজ করতে হবে।
সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, অঙ্গসংগঠনের নেতা এবং জেলা-মহানগর পর্যায়ের সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ আরিফ