• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারা দেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১,৮৪৯ জন

ভিওডি বাংলা ডেস্ক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পি.এম.
গ্রেপ্তার প্রতীকী ছবি : ভিওডি বাংলা গ্রাফিক্স

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৪৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে ১ হাজার ২২৫ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি। এ ছাড়া বিভিন্ন ঘটনার সঙ্গে যুক্ত আরও ৬২৪ জনকে আটক করা হয়েছে।

অভিযানে উদ্ধার করা হয়েছে একটি একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ, দুইটি দেশীয় তৈরি এলজি, একটি কুড়াল, একটি লোহার মদা ও একটি কার্তুজের খোসা। এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে বৃহস্পতিবার রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় আওয়ামী লীগের ঝটিকা বিক্ষোভ মিছিল থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ। প্রায় পাঁচ মিনিটের ওই সংক্ষিপ্ত মিছিল শেষে তারা দ্রুত এলাকা ত্যাগের চেষ্টা করলে পুলিশ অভিযান চালায়।

আটককৃতরা হলেন—জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে তাৎক্ষণিক অভিযানে তাদের আটক করা হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
ইসি বৈঠকে তফসিল ঘোষণা ও নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
ইসি বৈঠকে তফসিল ঘোষণা ও নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
এভারকেয়ার হাসপাতালে আজ নেতাকর্মীদের ভিড় নেই
এভারকেয়ার হাসপাতালে আজ নেতাকর্মীদের ভিড় নেই