উজানের ঢল ও বৃষ্টিতে ফুঁসে উঠেছে তিস্তা


আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী। উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিপাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১২ মিটার, যা বিপৎসীমার (৫২.১৫ মিটার) মাত্র ৩ সেন্টিমিটার নিচে। বিকেল ৩টার তুলনায় মাত্র ৩ ঘণ্টায় পানি বেড়েছে ৭ সেন্টিমিটার।
স্থানীয়রা জানায়, পানি ওঠানামার কারণে তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন, ফসলি জমি তলিয়ে গেছে। এতে বন্যা ও নদীভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার মানুষ।
তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের চরাঞ্চল, পাটগ্রামের দহগ্রাম, আদিতমারীর চর গোবর্ধন ও মহিষখোঁচা, সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/ আরিফ