কেরালায় ‘মস্তিষ্ক-খেকো’ অ্যামিবার ব্যাপক সংক্রমণ, সতর্কতা জারি

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় বিরল পানিবাহিত রোগ নেগলেরিয়া ফাওলেরি বা ‘মস্তিষ্ক-খেকো’ অ্যামিবার সংক্রমণ দ্রুত বাড়ছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত রাজ্যে ৭২ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটি গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। কেরালার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত এক মাসেই তিনটি মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে তিন মাস বয়সী এক শিশুও রয়েছে, যা বিশেষভাবে উদ্বেগজনক।
এ ঘটনায় রাজ্যজুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এই অ্যামিবা সাধারণত উষ্ণ লেক, নদী ও পানির উৎসে পাওয়া যায় এবং নাক দিয়ে দূষিত পানি প্রবেশ করলে সংক্রমণ ঘটতে পারে। তবে এটি ছোঁয়াচে নয়।
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, গতবারের মতো কোনো নির্দিষ্ট পানির উৎসকে কেন্দ্র করে সংক্রমণ ছড়াচ্ছে না, বরং বিচ্ছিন্নভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। এতে মহামারি সংক্রান্ত তদন্ত আরও জটিল হয়ে উঠেছে।
ঝুঁকি মোকাবিলায় রাজ্য সরকার ইতোমধ্যেই কূপ, পানির ট্যাংক ও গণস্নান স্থানে ক্লোরিনেশন কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি ব্যাপক পরীক্ষা চালিয়ে দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে রাজ্যজুড়ে।
সরকারি টাস্কফোর্সের চিকিৎসক আলতাফ আলী বলেন, ‘এ বছর নতুন কেসগুলো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।’
মার্কিন সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, এ সংক্রমণ বিরল হলেও প্রায় সব ক্ষেত্রেই প্রাণঘাতী। একবার অ্যামিবা মস্তিষ্কে প্রবেশ করলে এটি মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে এবং আক্রান্তদের ৯৫ শতাংশেরও বেশি মৃত্যু ঘটে।
ভিওডি বাংলা/ এমপি