এবার আমাদের সেরাটা প্রদর্শন করতে চাই : অধিনায়ক জ্যোতি


বাংলাদেশ নারী ক্রিকেট দল ২৩ সেপ্টেম্বর দেশ ছাড়ছে নারী ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য। ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগ্রেস নারীদের বিশ্বকাপ মিশন।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আইসিসির কলামে লিখেছেন, “আমরা আমাদের দ্বিতীয় আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবার আমরা নিজেদের সেরাটা দিতে চাই। গতবার নিউজিল্যান্ডে আমাদের প্রথম অভিজ্ঞতা চোখ খুলে দেওয়ার মতো ছিল।”
তিনি উল্লেখ করেছেন, পাকিস্তানকে হারিয়ে দল ইতিহাস গড়ে প্রথম জয় নিশ্চিত করেছিল। দলের সাফল্যে ফারজানা হক এবং শারমিন আক্তারের অবদান ছিল গুরুত্বপূর্ণ। স্পিন বোলার নাহিদা আক্তারও দলের প্রধান উইকেট শিকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জ্যোতি বলেন, নতুন খেলোয়াড়রা অভিজ্ঞদের সঙ্গে দলের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করবে। এবার স্কোয়াডে অভিষেক হচ্ছে সানজিদা আক্তার মেঘলা, রুবাইয়া হায়দার এবং মারুফা আক্তারের। ১৭ বছর বয়সী নিশিতা আক্তারের প্রতিভাও দলের জন্য আশাব্যঞ্জক।
অধিনায়ক আরও বলেন, “গত কয়েক মাস ধরে আমরা কঠোর অনুশীলন করেছি। আশা করি বিশ্বকাপে এই মুহূর্তে আমরা আমাদের সেরা খেলাটি উপহার দিতে পারব। বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বের ভক্তদের সমর্থন ও দোয়া চাই।”
বাংলাদেশ নারী দল এবার শক্তিশালী স্কোয়াড নিয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছে, যেখানে অভিজ্ঞ ও নতুন খেলোয়াড়দের সংমিশ্রণ দারুণ পারফরম্যান্সের আশা জাগাচ্ছে।
ভিওডি বাংলা/ আরিফ