টপ নিউজ
সিএমএইচে ভর্তি অলি আহমদ
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ এ.এম.

অলি আহমদ বীর বিক্রম। ছবি-সংগৃহীত
হঠাৎ রক্তচাপ কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রমকে।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। শনিবার অলি আহমদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহ উদ্দিন রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিএমএইচে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন কর্নেল অলি আহমদ। একই সঙ্গে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
সালাহ উদ্দিন রাজ্জাক আরও বলেন, ‘অলি আহমদ বীর বিক্রম স্যার এখন সুস্থ আছেন। সকালের নাস্তা করেছেন। আজ স্যারের এমআরআই করার পর পরবর্তী আপডেট জানানো হবে। সকলে দোয়া করবেন।’
ভিওডি বাংলা/ এমপি