• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান

ভোগ মানেই মণ্ডামিঠাই:

দুর্গাপুজার ৩ মিষ্টির রেসিপি

লাইফস্টাইল    ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

দুর্গাপুজোর ইতিহাস বাংলার বনেদি বাড়ির শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক প্রাচীন পারিবারিক ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। একশ’ বছরের পুরনো পুজা থেকে শুরু করে আড়াইশো বছরের পুজা-সবই বহমান ইতিহাসের সাক্ষী। এসব বাড়ির পুজা শুধুই ঠাকুরদালান বা ঝাঁকজমক নয়, বরং ভোগের থালায় মিষ্টির বৈচিত্রও পর্যবেক্ষণযোগ্য। এবার দেখুন দুর্গাপুজার ভোগের তিনটি ঐতিহ্যবাহী মিষ্টির রেসিপি। 

১. নারকেলের তক্তি

পুজাতে নারকেলের তক্তি এক বিশেষ আকর্ষণ। 

উপকরণ:
২ কাপ নারকেল কোরা
১/২ কাপ ক্ষীর
১ কাপ গুড়
১/২ কাপ সাদা তিল

ছাঁচ  প্রণালী:
১. তিল শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখুন।
২. কড়াইতে নারকেল কোরা, গুড় ও ক্ষীর মিশিয়ে কিছুক্ষণ জ্বাল দিন।
৩. তিলগুঁড়ো মিশিয়ে আরও নাড়াচাড়া করুন।
৪. মিশ্রণটি বেটে নিয়ে ছাঁচে ফেলে সন্দেশের আকারে গড়ে নিন।
৫. ঠান্ডা করে ভোগে পরিবেশন করুন।

২. মণ্ডামিঠাই (আটার নাড়ু)

পুজার ভোগের অন্যতম আকর্ষণ মণ্ডামিঠাই।

উপকরণ:

৪ কাপ নারকেল কোরা
১/২ কাপ আটা
২ কাপ আখের গুড়
১/২ কাপ ভেলি গুড়
৫–৬টি বড় এলাচ (থেঁতো করা), 

৫–৬ টেবিল চামচ ঘি

প্রণালী:

১. একটি ভারী পাত্রে নারিকেল, ঘি এবং আখের গুড় জ্বাল দিতে হবে।
২. জ্বাল হয়ে এলে ভেলি গুড়, এলাচ ও আটা মিশিয়ে নিন।
৩. রান্না হয়ে এলে আঁচ বন্ধ করে খানিকটা ঠান্ডা হতে দিন।
৪. হাতে ঘি মেখে নিয়ে ছোট ছোট নাড়ু গড়ে নিন।
৫. ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন ভোগে। 

৩. ক্ষীরমোহন

পুজাতে ভোগের থালায় অপরিহার্য মিষ্টি ক্ষীরমোহন।

উপকরণ:

৩ লিটার দুধ
৩ কাপ ছানার জল
৪–৫টি ছোট এলাচ
১ কাপ চিনি
১০০ গ্রাম ময়দা
৫০ গ্রাম সুজি

প্রণালী:

১. ৩ কাপ পানি ও ৩ কাপ চিনি দিয়ে চিনির শিরা তৈরি করুন।
 পরিমাণমতো দুধ ঘন করে, ছানার পানি দিয়ে ছানা তৈরি করুন।
৩. ছানা থেকে জল ঝরিয়ে বড় থালায় ছড়িয়ে দিন।
৪. এতে এলাচ, ময়দা, চিনি ও সুজি মিশিয়ে মাখুন।
৫. হাতে গোল গোল আকার দিয়ে চিনির শিরায় কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।
৬. অন্য পাত্রে দুধ গাঢ় করে ক্ষীর বানান। মিষ্টিগুলো ক্ষীরের মধ্যে ডুবিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন।
৭. ঠান্ডা করে পরিবেশন করুন।

পুজাতে ভোগ শুধুমাত্র নৈবেদ্য নয়, এটি ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবারের গল্পের এক জাদুকরী অংশ। মণ্ডামিঠাই থেকে নারকেলের তক্তি, ক্ষীরমোহন-প্রতিটি মিষ্টি আলাদা কৌশল, স্বাদ ও ইতিহাস বয়ে নিয়ে আসে ভোগের থালায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌন্দর্যের সেবায় নিবেদিত মানুষ
সৌন্দর্যের সেবায় নিবেদিত মানুষ
নিয়মিত ওটস খাওয়ার উপকারিতা
নিয়মিত ওটস খাওয়ার উপকারিতা
৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি