জীবনযাত্রার ব্যয় নিয়ে সবচেয়ে উদ্বিগ্ন জার্মানরা


দীর্ঘদিন ধরে করা সমীক্ষা থেকে জানা গেছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিই বর্তমানে জার্মানদের সবচেয়ে বড় উদ্বেগের কারণ।
ইউক্রেন যুদ্ধ, মুদ্রাস্ফীতি এবং ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তের মতো বৈশ্বিক সংকট এখন আর জার্মানদের আগের মতো আতঙ্কিত করছে না। বরং মানুষ বর্তমান আর্থিক চাপ ও দৈনন্দিন জীবনের ব্যয় নিয়ে চিন্তিত।
১৯৯২ সাল থেকে বিমা প্রতিষ্ঠান আর প্লাস ভি ফ্যাজিসাহোঙ্গ জার্মানদের উদ্বেগের ওপর সমীক্ষা চালাচ্ছে। ২০২৫ সালের ফলাফল অনুযায়ী, জার্মানরা ভবিষ্যত নিয়ে আগের মতো আতঙ্কিত নন। বরং তারা বর্তমান আর্থিক পরিস্থিতি, বাড়তি জীবনযাত্রার খরচ এবং মুদ্রাস্ফীতির কারণে উদ্বিগ্ন।
বিশেষত তেল, মশলা, জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে মাস শেষে সংসার চালানো কঠিন হয়ে উঠছে। মানুষ চিন্তা করছেন কর বৃদ্ধি, কল্যাণমূলক খাতের কাটছাঁট এবং আবাসনের খরচ জোগানোর সমস্যা নিয়ে।
চিন্তার তালিকার দ্বিতীয় স্থানে আছে অভিবাসন। পূর্ব জার্মানির বাসিন্দারা বিশেষভাবে উদ্বিগ্ন। তবে ২০২৫ সালের প্রথমার্ধে জার্মানিতে আশ্রয় প্রার্থীর সংখ্যা ছিল ৭৩ হাজার, যা আগের বছরের তুলনায় ৫০% কম। এর পেছনে মূল কারণ পূর্ববর্তী সরকারের কড়াকড়ি অভিবাসন নীতি।
ভিওডি বাংলা/জা