• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান

নবাবগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে মৃৎশিল্পী কারিগররা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আকাশে বাতাসে বইছে শরতের আগমনী বার্তা। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গা পূজা উৎসবের আগমনে প্রতিটি ঘরে ঘরে বইছে আনন্দের সুবাতাস। সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছেন সনাতন ধর্ম অবলম্বীরা। এছাড়া প্রায় প্রতিটি পূজা মণ্ডবে ইতিমধ্যে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করেছে মৃৎশিল্পী কারিগররা।

আগামী (২৮ সেপ্টেম্বর) রবিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে ৫ দিনব্যাপী শুরু হবে পূজোর উৎসব। ২রা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দেবী দুর্গার পূজা। নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডব ঘুরে দেখা গেছে, মৃৎশিল্পী কারিগররা ওই মাটি, লাল মাটি, কুমার মাটি, বাস, খর, সুতলি, ধানের গুড়া ইত্যাদি নানা রকম উপকরণ দিয়ে দেবী দুর্গা , মহিষাসুর এর প্রতিমা সহ শিব, কার্তিক, গণেশ ,লক্ষ্মী, সরস্বতী, সিংহ, মহিষ, ময়ুর, ইদুর, পেঁচা তৈরির কাজে মহা ব্যস্ত সময় কাটাচ্ছে মৃৎশিল্পী কারিগররা।

প্রতিমা তৈরির কারিগররা জানায়, পূজোর আর খুববেশী দিন নেই। তাই তারা প্রতিমা তৈরীর সকল সামগ্রী দিয়ে নানা ধরনের কারুকার্যে  সকল দেব-দেবীর প্রতিমা তৈরির কাজ আগে ভাগেই শুরু করেছে। কেননা মাটির তৈরি প্রতিমাগুলো রৌদ্রে শুকিয়ে নিতে হয়। প্রায় মণ্ডপগুলোতে ইতিমধ্যে মাটির কাজ শেষের দিকে। উপজেলার বাজার সংলগ্ন কেন্দ্রীয় বিষ্ণু মন্দিরের প্রতিমা তৈরির কারিগর বিনয় চন্দ্র পালের সঙ্গে দৈনিক সকালের সময় প্রতিনিধির কথা হলে তিনি বলেন, তার বাড়ি মন্দির থেকে একটু দূরে তর্পন ঘাট (পালপাড়া) গ্রামে। শৈশব থেকেই প্রতিমা তৈরির প্রতি তার মনোযোগ হয়। প্রতি বছর সে প্রতিমা তৈরি করে সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার পাশাপাশি অনেক স্বাবলম্বী হয়েছে।
 
নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র রায় জানান, এবার নবাবগঞ্জ উপজেলায় মোট ৬৮ টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দকে রাতের বেলা প্রতিমাগুলো দেখভালের জন্য পাহারার ব্যবস্থা দেয়ার পাশাপাশি প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
 
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, পূজা মণ্ডপগুলোর সুরক্ষা দিতে ইউনিয়ন বিট পুলিশের দায়িত্বে থাকা থানার পুলিশ অফিসারগণ সার্বক্ষণিক প্রতিটি মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি পূজা মণ্ডপের কমিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে যাচ্ছে। সব মিলিয়ে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না।


ভিওডি বাংলা/ এমএইচ 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মের রঙে সেজেছে সোনাকান্ত বিল প্রকৃতির ক্যানভাসে মুগ্ধ দর্শনার্থী
পদ্মের রঙে সেজেছে সোনাকান্ত বিল প্রকৃতির ক্যানভাসে মুগ্ধ দর্শনার্থী
নদীতে নিখোঁজের ২ দিন পর ভেসে উঠলো  লাশ
নদীতে নিখোঁজের ২ দিন পর ভেসে উঠলো লাশ
মুসাপুর ক্লোজার নির্মাণ ও ফেনী নদী ভাঙন রোধে ম্যারাথন-মানববন্ধন
মুসাপুর ক্লোজার নির্মাণ ও ফেনী নদী ভাঙন রোধে ম্যারাথন-মানববন্ধন