• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান

ইবি শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে ছাত্রশিবিরের ৬ দাবি

ইবি প্রতিনিধি    ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন ও সনদপত্র উত্তোলনে ভোগান্তি দূরীকরণ এবং  আইসিটি সেলে দক্ষ শিক্ষার্থীদের খণ্ডকালীন নিয়োগ দেওয়া-সহ ৬ দাবিতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও আইসিটি সেলের পরিচালকের সাথে সাক্ষাৎ করেছে শাখা ছাত্রশিবির নেতৃবৃন্দ।

দাবিসমূহ হলো অনলাইনের মাধ্যমে সনদপত্র উত্তোলনের ব্যবস্থা চালু করা, অনলাইনভিত্তিক পেমেন্ট ব্যবস্থা কার্যকর করা, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের নম্বরপত্র উত্তোলনের ব্যবস্থা নিশ্চিত করা, পরীক্ষার সময় প্রবেশপত্র উত্তোলনের জটিলতা দূর করা, আইসিটি সেলের লোকবল সংকট নিরসনে বিষয়ে দক্ষ শিক্ষার্থীদের খণ্ডকালীন বা চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া এবং সনদপত্র উত্তোলনে থাকা বকেয়া তালিকার ভোগান্তি দূর করা।

শিবির নেতা হাসানুল বান্না বলেন, “ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাস নেই, ভাড়া ভবনে অফিস পরিচালিত হয়। সারা বাংলাদেশে প্রায় ১৭০০ ফাজিল-কামিল মাদ্রাসা পরিচালনা করেন। তাদের সনদপত্র দিতে সময় লাগে ৩ দিন, তাও আবার অনলাইন পেমেন্টেই সম্পন্ন হয়। কলেজের ক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজ অনলাইন পেমেন্ট নেয়, তো স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় কেন পারবে না?”

শাখা ছাত্রশিবিরের সভাপতি মু. মাহমুদুল হাসান বলেন , "এখন আমরা সমস্যা ও সমাধান ফাইন্ড আউট করতে সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা করছি। ভিসি স্যারের কাছে ২৪ দফা সংবলিত ১১০টি প্রস্তাবনার স্মারকলিপি দিয়েছি, কিন্তু সেটা টেবিলের ভেতরে রেখে  কাজ শেষ করে দেন। সেটা আর টেবিলের ভেতর থেকে বের হয় না। এই সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে প্রক্রিয়া বলুন, আমরা প্রয়োজনে সব করবো, শিক্ষার্থীদের স্বার্থে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত ছাত্রশিবির।"

পরিক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. ওয়ালিদ হাসান বলেন, “তারা যে দাবিগুলো করেছে তা যৌক্তিক এবং সাধারণ শিক্ষার্থীদের সমস্যা নিয়ে দাবিসমূহ উপস্থাপন করেছে। ১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে অনলাইন ভিত্তিক কার্যক্রম শুরু হয়েছিল তবে কোম্পানির সাথে চুক্তি শেষ হয়েছে ফলে সব কিছু ম্যানুয়াল করতে হচ্ছে। পরবর্তীতে চুক্তি আর নবায়ন করা হয় নাই। এটা জরুরি ভিত্তিতে হওয়া দরকার না হলে ছাত্রদের ভোগান্তি কমবে না। পূর্বে কমিটি গঠন করা হয়েছে এবং কাজ চলমান, শেষ হলে দাবিসমূহ বাস্তবায়ন হবে।"

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান আলী বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ে বাজেট কম। আমরা ডিজিটালাইজেশনের চেষ্টা করছি কিন্তু অনেক সময়ের প্রয়োজন এবং অর্থের প্রয়োজন।  তবে উপাচার্য স্যার আসলে আমরা আবারো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে মিটিং করে বিষয়টি নিয়ে দ্রুত কাজ করার চেষ্টা করবো।"

ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা
চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা
চাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
চাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমাদান শেষ দিন আজ
চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমাদান শেষ দিন আজ