নদীতে নিখোঁজের ২ দিন পর ভেসে উঠলো লাশ


তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ভাকরার লাশ অলৌকিক ভাবে ৪৮ ঘণ্টা পড়ে ভেসে উটলো একই জায়গায়। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় তিস্তা নদীতে টনি জাল দিয়ে মাছ ধরার সময় ষাটোর্ধ এক ব্যক্তি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় ।
নিখোঁজ ব্যক্তি রতি (সোলাগাড়ি) মৌজার বাসিন্দা রহিম উদ্দিন ওরফে ভাকরা। তিনি পেশায় নারিকেল গাছের ডাল পরিষ্কার কারী ছিলেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) সকাল ৯ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে স্থানীয়রা পানিতে নিখোঁজ ব্যক্তিকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছিলো । তবে ১২ ঘণ্টা পর্যন্ত তারা কোনো সন্ধান পায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও এক পর্যায়ে আশা ছেড়ে দেয়।
শনিবার (২০ সেপ্টেম্বর ) সকাল ১০ টার দিকে এক পথচারী নদীর কিনারা দিয়ে যাওয়ার সময় মানুষ সদৃশ্য কিছু দেখতে পায়,পড়ে তার চিল্লা চিল্লি শুনে আশে পাশের মানুষ এসে রহিম উদ্দিন ওরফে ভাকরা লাশ নদী থেকে তুলে লোকালয়ে নিয়ে আসে।
এ-বিষয়ে জানতে চাইলে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ভিওডি বাংলা/ এমএইচ