পলাশবাড়ীতে ৪.৫ কেজি গাঁজাসহ যুবক আটক


গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪.৫ কেজি গাঁজাসহ মোঃ তরিকুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটে সহকারী কমিশনার (ভূমি) পলাশবাড়ীর কার্যালয়ের পূর্ব পাশে বগুড়া–রংপুর মহাসড়কে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এএসআই শাপলা রানী সিংহের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে। ঢাকা থেকে বাংলাবান্ধাগামী হানিফ এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-ব-১৪-৭৪৯৭) একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে টিকিটবিহীন যাত্রী তরিকুল ইসলামের নিকট থেকে গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানকালে তার কাছে থাকা একটি ধূসর ব্যাগ থেকে ২.৫ কেজি এবং একটি কালো ব্যাগ থেকে ২ কেজি— সর্বমোট ৪.৫ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। ঘটনাস্থলেই আলামতের ওজন নির্ধারণ ও নমুনা সংগ্রহ করা হয়। আটক তরিকুল ইসলামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের বাঙ্গিপুকুর (গুচ্ছগ্রাম) এলাকায়। সে নিজ হেফাজতে মাদকদ্রব্য সংরক্ষণ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার সময় হানিফ এন্টারপ্রাইজের সুপারভাইজার, হেলপার ও আরও কয়েকজন যাত্রী উপস্থিত থেকে জব্দতালিকায় সাক্ষী দেন। পরে আসামিকে হাতে-নাতে গ্রেফতার করে পলাশবাড়ী থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ