ভোটাধিকার ও নিরাপত্তার প্রশ্নে কারও সঙ্গে মতপার্থক্য নেই : তারেক


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছর ধরে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে। এবং তাদের পতন ঘটিয়েছে। সেই স্বৈরাচার পালিয়েছে। এখন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। অন্তর্বর্তী সরকার যে প্রস্তাবনা দিয়েছে বিএনপি অনেক আগেই সেই প্রস্তাবনার কথা বলেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে বিএনপির কিশোরগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে একথা বলেন।
তারেক রহমান বলেন, অনেক দলের সঙ্গে বিএনপির মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ, এদেশের মানুষের ভোটের অধিকার, নিরাপত্তার প্রশ্নে কারও সঙ্গে বিএনপির কোনও মতপার্থক্য নেই।
তিনি বলেন, দেশে এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।
বিস্তারিত আসছে...
ভিওডি বাংলা/ এমএইচ