পাংশায় জুয়েলার্স দোকান থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি


রাজবাড়ীর পাংশা বাজারের ভাই ভাই মার্কেটে জয় দুর্গা জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতের যেকোনো সময়ে এ চুরির ঘটনা ঘটে।
চুরি হওয়া দোকানের স্বত্ত্বাধিকারী পাংশা পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত নারায়ণ চন্দ্র দাসের ছেলে তপন দাস। প্রতিদিনের ন্যায় তিনি শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। পরদিন (শনিবার) সকালে দোকান খুলে তিনি ক্যাশ বাক্স এলোমেলো দেখতে পান। পরে বুঝতে পারেন তার দোকানে চুরি হয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, দোকানের টিনের চাল কেটে চোর ভিতরে প্রবেশ করে নগদ অর্থ ও স্বণালঙ্কার নিয়ে যায়।
তপন দাসের দাবি, তার দোকান থেকে নগদ ৭০ হাজার টাকা, স্বর্ণের ছয় জোড়া কানের দুল (ওজন প্রায় ১ ভরি) এবং অন্যান্য স্বর্ণালঙ্কার (ওজন প্রায় ২ ভরি) চুরি হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পাংশা মডেল থানার এসআই ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত ভুক্তভোগী কোন লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পাওয়ার সাথে সাথেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিওডি বাংলা/ এমএইচ