• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান

ফেনীকে চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত রাখার দাবিতে মানববন্ধন

ফেনী প্রতিনিধি    ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

প্রস্তাবিত কুমিল্লা বিভাগের সঙ্গে ফেনী জেলাকে অন্তর্ভুক্ত না করে পূর্বের মতো চট্টগ্রাম বিভাগের অধীনেই রাখার দাবিতে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন ‘আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান’।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের চার্চ কমিটির সদস্য আনোয়ারুল আহসান জসিম এবং সঞ্চালনা করেন উপদেষ্টা মোর্শেদ হোসেন। এসময় বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, ফেনী জেলা বিএনপি সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি ফারুক আহমাদ, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু তাহের ভূঁইয়া, প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মো. মহিউদ্দিন, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সমির কর, অতিরিক্ত জিপি এডভোকেট মেজাবা উদ্দিন মোর্শেদ, গণ অধিকার পরিষদ ফেনী জেলার সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজন, গণমাধ্যমকর্মী নুর তানজিলা রহমান, সুজন ফেনী পৌর কমিটির সভাপতি জাহিদ হোসেন বাবলু এবং ফেনী জেলা কলেজ শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

এছাড়া সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন শামীম মাহাম্মুদ, আব্দুল বারিক, আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া শামীম, সুমন, আলা উদ্দিন ভূঁইয়া, ফজলু প্রমুখ।

বক্তারা বলেন, “আমরা ফেনীর মানুষ কুমিল্লার সঙ্গে থাকতে চাই না, চট্টগ্রামের সাথেই থাকতে চাই। চট্টগ্রামের সাথে আমাদের দীর্ঘদিনের সামাজিক, পারিবারিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। যোগাযোগ ব্যবস্থাও সহজ। চট্টগ্রাম দেশের সাংস্কৃতিক ও বাণিজ্যিক রাজধানী। কুমিল্লার সাথে আমাদের তেমন কোনো সম্পর্ক নেই। তাই আমরা চাই, ফেনী চট্টগ্রাম বিভাগের অধীনেই থাকুক।”

ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন
সাতক্ষীরা পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন
ঝালকাঠিতে ডিসিকে নিয়ে আওয়ামীলীগ নেতার বৃক্ষ রোপন
ঝালকাঠিতে ডিসিকে নিয়ে আওয়ামীলীগ নেতার বৃক্ষ রোপন
রাজশাহীতে সোনালী আঁশে কৃষকের সুদিন
রাজশাহীতে সোনালী আঁশে কৃষকের সুদিন