• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়

নিজস্ব প্রতিবেদক    ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ এ.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স–AQI) শহরটির স্কোর ১৮৮। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার AQI স্কোর রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ছিল ১৭২। এটি ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই সময় ভারতের কলকাতা ১৬৭ স্কোর নিয়ে তৃতীয়, কঙ্গোর রাজধানী কিনশাসা ১৫৮ স্কোর নিয়ে চতুর্থ এবং ভিয়েতনামের রাজধানী হ্যানয় ১৫৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ছিল। ষষ্ঠ স্থানে রয়েছে ইরানের তেহরান, যার স্কোর ১৪৫।

আইকিউএয়ার জানায়, একটি শহরের বাতাসের মান নির্ধারণ করা হয় লাইভ বা তাৎক্ষণিক সূচকের মাধ্যমে। তাদের মানদণ্ড অনুযায়ী-

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার
সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
পেঁয়াজ আমদানি হলে দাম কমবে, সবজির দাম সহনীয়:  স্বরাষ্ট্র উপদেষ্টা
পেঁয়াজ আমদানি হলে দাম কমবে, সবজির দাম সহনীয়: স্বরাষ্ট্র উপদেষ্টা