চাকসু নির্বাচন: আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে রোববার (২১ সেপ্টেম্বর)। সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে।
তফসিল অনুযায়ী, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল ৩:৩০ পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এবারের নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে মোট ১,১৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ৯৩১ জনই মনোনয়নপত্র জমা দেন। কেন্দ্র সংসদে বিভিন্ন পদে ৪২৯টি মনোনয়নপত্র জমা পড়েছে, যার মধ্যে ভিপি পদে ২৫, জিএস ও এজিএস পদে ২২টি করে মনোনয়নপত্র রয়েছে।
নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ বইছে। ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্তত ১২টি প্যানেল ঘোষণা হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর চাকসু নির্বাচন হয়েছিল।
ভিওডি বাংলা/জা